CJI: নিজের দুই মেয়েকে নিয়ে এজলাসে এলেন প্রধান বিচারপতি…

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 06, 2023 | 8:29 PM

সন্তানদের কৌতূহলের অবকাশ রাখতে চান না বিচারপতি। তাই নিজের কাজকর্ম এবং কাজের পরিসর দেখাতে দুই প্রতিবন্ধী মেয়েকে একেবারে আদালতে নিয়ে চলে এলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

CJI: নিজের দুই মেয়েকে নিয়ে এজলাসে এলেন প্রধান বিচারপতি...
ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: বাবা কী কাজ করেন? এটা নিয়ে সব সন্তানেরই কৌতূহলের অন্ত নেই। বিশেষত, যে বাবা সাংবিধানিক বিশেষ কোনও পদে রয়েছেন, যাঁর নির্দেশে অন্যের প্রাণদান, মৃত্যুদণ্ড থেকে অনেক ক্ষেত্রে সরকারি নীতি প্রণয়ন নির্ভর করে, সেই বাবার কাজকর্ম চাক্ষুষ করার ইচ্ছা কোন সন্তানের না থাকে! সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের সন্তানেরাও তার ব্যতিক্রম নয়। তবে সন্তানদের কৌতূহলের অবকাশ রাখতে চান না বিচারপতি। তাই নিজের কাজকর্ম এবং কাজের পরিসর দেখাতে দুই প্রতিবন্ধী মেয়েকে একেবারে আদালতে নিয়ে চলে এলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

শুক্রবার সকাল ১০টা নাগাদ বিচারপতি চন্দ্রচূড় যখন সুপ্রিম কোর্টের এজলাসে আসেন, তখন তাঁর সঙ্গে ছিলেন দুই পালিতা কন্যা, ১৬ বছর বয়সি মাহি এবং ২০ বছর বয়সি প্রিয়াঙ্কা। যেখানে বিচারপতিরা বসেন এবং যেখানে আইনজীবীরা বিতর্ক করেন, সেই সমস্ত জায়গা মেয়েদের দেখান বিচারপতি। তারপর তাঁদের নিজের চেম্বারে নিয়ে যান বিচারপতি। বলা যায়, শীর্ষ আদালত এবং আদালত চত্বরে নিজের অফিসে মেয়েদের একটি ট্যুর করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের ভিতরটা কী রকম এবং বিচারপতিদের বসার জায়গা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের মেয়েরা। তাঁদের সেই ইচ্ছায় মান্যতা দিয়েই এদিন মেয়েদের সরাসরি আদালতে নিয়ে আসেন বিচারপতি। সুপ্রিম কোর্টের এক সিনিয়ার আধিকারিকের কথায়, “মেয়েরা সুপ্রিম কোর্ট দেখতে চেয়েছিল বলেই আজ তাঁদের আদালতে নিয়ে আসেন সিজেআই।”

প্রসঙ্গত, বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের CJI হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং দু-বছরের জন্য তিনি এই পদে বহাল হয়েছেন।

Next Article