AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Act Case: ‘হিন্দু ধর্মে যেমন মোক্ষ, তেমনই…’, ওয়াকফ-শুনানিতে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Waqf Act Case: কেন্দ্রের দাবির বিরোধিতা করে আইনজীবী রাজীব ধাওয়ান বলেন, "বেদ অনুসারে মন্দিরও হিন্দু ধর্মের অংশ নয়। প্রকৃতি পূজার কথাও বলা আছে সেখানে। হিন্দু ধর্মে আগুন, বৃষ্টি ও জলের দেবতাও রয়েছে।"

Waqf Act Case: 'হিন্দু ধর্মে যেমন মোক্ষ, তেমনই...', ওয়াকফ-শুনানিতে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্ট কী বলল?Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: May 22, 2025 | 5:57 PM

নয়া দিল্লি: ওয়াকফ ইসলামের অংশ নয়। বুধবারই সুপ্রিম কোর্টে এ কথা বলেছে কেন্দ্র। আর তার পরের দিনই ওয়াকফ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন, হিন্দুদের যেমন মোক্ষ আছে, তেমনই ইসলামে ওয়াকফ।

কেন্দ্র দাবি করেছে ওয়াকফ ইসলামের অংশ নয়। এরপর আজ, বৃহস্পতিবার শীর্ষ আদালতে ওয়াকফ আইনের বিরোধিতায় সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিব্বল বলেন, “ওয়াকফের অর্থ আল্লাকে উৎসর্গ করা। ওয়াকফ হল আল্লার প্রতি দান। মৃত্যুর পর পুণ্যকর্মের জন্যই এই ওয়াকফ।”

এ কথা শুনে প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, “হিন্দু ধর্মে মোক্ষ আছে।” সেই কথার রেশ ধরেই বিচারপতি অগাস্টিন জর্জ বলেন, “এমন ধারণা খ্রিস্ট ধর্মেও আছে। সবাই মৃত্যুর পর স্বর্গে যেতে চায়।”

কেন্দ্রের দাবির বিরোধিতা করে আইনজীবী রাজীব ধাওয়ান বলেন, “বেদ অনুসারে মন্দিরও হিন্দু ধর্মের অংশ নয়। প্রকৃতি পূজার কথাও বলা আছে সেখানে। হিন্দু ধর্মে আগুন, বৃষ্টি ও জলের দেবতাও রয়েছে।”

উল্লেখ্য, বুধবার সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “ওয়াকফ হল ইসলামের একটি ধারণা। তবে এটা ইসলামের কোনও অংশ নয়। এটা শুধুই একটা দান। এই ধারণা হিন্দু ও খ্রিস্ট ধর্মেও আছে। শিখ ধর্মেও আছে।”

তবে এদিন কপিল সিব্বল প্রশ্ন তোলেন, “কেন ওয়াকফ কাউন্সিলে অ-মুসলিম সদস্য থাকবে?” তিনি বলেন, “হিন্দুদের কোনও ধর্মীয় স্থানে তো অ-হিন্দুরা থাকে না?”