বিজেপি মুখ্যমন্ত্রীর সভার আগে পুলিস-কৃষক খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র কার্নাল
পরিস্থিতি বেগতিক বুঝে কর্মসূচি থেকে পিছু হঠতে হল হরিয়ানার মুখ্যমন্ত্রীকে।
নয়া দিল্লি: মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের ‘কিসান মহাপঞ্চায়েত’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র হরিয়ানার কার্নাল। পুলিসের বিরুদ্ধে টিয়ার গ্যাসের শেল ফাটানোর অভিযোগ। পাল্টা কৃষকদের বিরুদ্ধে ইট বৃষ্টির অভিযোগও তোলা হয়েছে। আর পরিস্থিতি বেগতিক বুঝে কর্মসূচি থেকে পিছু হঠতে হল হরিয়ানার মুখ্যমন্ত্রীকে।
Karnal: Protesting farmers gather in Kaimla village where Haryana CM Manohar Lal Khattar will hold Kisan Mahapanchayat shortly.
Police use teargas to disperse protestors. pic.twitter.com/SxV5ivKKs9
— ANI (@ANI) January 10, 2021
এদিন কার্নালের কাছেই একটি গ্রামে কিসান মহাপঞ্চায়েতের ডাক দিয়েছিলেন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। কেন্দ্রের নয়া কৃষি আইনের ‘ভাল দিক’ সেখানে তুলে ধরার কথা ছিল তাঁর। কিন্তু মুখ্যমন্ত্রী আসার আগে সকাল থেকেই প্রতিবাদ-বিক্ষোভে সরব হন স্থানীয় কৃষকরা। তাঁদের বক্তব্য, কোনওভাবেই কৃষি আইন তাঁরা মানবেন না।
शर्म कीजिए खट्टर साहेब।
जब आप किसान महापंचायत कर रहे हैं तो वहाँ आने से किसानों को ही रोकने का मतलब क्या है?
मतलब साफ़ है-आपको किसानों से सरोकार न होकर केवल इवेंटबाजी से मतलब है।
याद रखिए, यही हाल रहा तो बिना पुलिस के आपका घर से निकलना नामुमकिन हो जाएगा।
काले क़ानून वापस लें। pic.twitter.com/SllwV6CjFy
— Randeep Singh Surjewala (@rssurjewala) January 10, 2021
পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিস গেলে শুরু হয় বচসা। সেখান থেকেই সংঘর্ষ। এরইমধ্যে প্রতিবাদীরা জোর করে মুখ্যমন্ত্রীর সভাস্থল কেমলা গ্রামে ঢুকতে গেলে দু’পক্ষের মধ্যে চরম গোলমাল শুরু হয়। পুলিস টিয়ার গ্যাসের শেল ফাটায়। জল কামানও দাগে বলে অভিযোগ। তবে রোখা যায়নি অন্নদাতাদের। সভাস্থলে তাঁরা প্রবেশ করেই ছাড়েন। এরপরই মুখ্যমন্ত্রীর সভা বাতিলের কথা জানানো হয়।