নয়ডা: বহুতলের উপরে চলছিল পার্টি। বন্ধুদের সঙ্গে মদ্যপানে ব্যস্ত ছিলেন পড়ুয়া। সঙ্গে চলছিল উদ্যম নাচানাচি। তবে সেই আনন্দই মুহূর্তে বদলে গেল কান্নায়। ২৪ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু পড়ুয়ার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম প্রণব শ্রীবাস্তব। তাঁর বাড়ি নয়ডার গৌড় সুন্দরম এলাকায়। প্রণব দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। জানা গিয়েছে, ওই এলাকার একটি বহুতলের চব্বিশ তলায় প্রণব তাঁর পরিবারের সঙ্গে থাকতেন। মাঝেমধ্যেই ফ্ল্যাটের বারান্দায় বন্ধু বান্ধবদের সঙ্গে চলত পার্টি।
সোমবারও পার্টি ছিল। বন্ধুদের সঙ্গে চব্বিশ তলার খোলা বারান্দায় নাচানাচি-মদ্যপান করছিলেন প্রণব। আচমকাই সেখান থেকে উল্টে নীচে পড়ে যান তিনি। তবে পুলিশের প্রাথমিক অনুমান ওই পড়ুয়া আত্মহত্যা করে থাকতে পারেন। পাশাপাশি খুনের তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।