Accident VIDEO: পরপর পাল্টি খেল স্কুল বাস, ছিটকে বাসের চাকার নীচেই পিষে গেল ছাত্রী! বছরের প্রথম দিনেই খালি মায়ের কোল

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 02, 2025 | 6:26 AM

Accidental Death: পাহাড়ি ঢাল দিয়ে নামছিল বাসটি। সেই সময় বাসের ব্রেক ফেল করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। সামনেই বসা ছিল নেদ্য়া। সে বাস থেকে ছিটকে পড়ে যায়। ওঠার আগেই বাসের চাকার নীচে পিষে যায় সে।

Accident VIDEO: পরপর পাল্টি খেল স্কুল বাস, ছিটকে বাসের চাকার নীচেই পিষে গেল ছাত্রী! বছরের প্রথম দিনেই খালি মায়ের কোল
উল্টে যাওয়া স্কুলবাসটি।
Image Credit source: X

Follow Us

তিরুবনন্তপুরম: বছরের প্রথম দিনেই খালি হয়ে গেল এক মায়ের কোল। স্কুলে ছিল বর্ষবরণের অনুষ্ঠান। ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। বাসের নীচে চাপা পড়ে মৃত্য়ু হল পঞ্চম শ্রেণির এক ছাত্রীর। আহত আরও কয়েকজন। যে স্কুলবাসে চেপে ওই ছাত্রী বাড়ি ফিরছিল, সেটি উল্টে যেতেই এই দুর্ঘটনা ঘটে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কেরলের কন্নুর জেলায়। বছরের প্রথম দিনেই স্কুল শেষ করে ১৫ ছাত্র-ছাত্রীকে নিয়ে ফিরছিল স্কুলবাসটি। হাইওয়েতে ওঠার ঠিক আগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। স্কুলবাস থেকেই ছিটকে পড়ে, চাকার নীচে পিষে যায় বছর এগারোর নেদ্যা এস রাজেশ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, একটি পাহাড়ি ঢাল দিয়ে নামছিল বাসটি। সেই সময় বাসের ব্রেক ফেল করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। সামনেই বসা ছিল নেদ্য়া। সে বাস থেকে ছিটকে পড়ে যায়। ওঠার আগেই বাসের চাকার নীচে পিষে যায় সে।

চালকের বিরুদ্ধে র‌্যাশ ড্রাইভিং, গাফিলতির কারণে মৃত্যু সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জন্য ওই ঢাল-কেই দায়ী করেছেন। তাদের অভিযোগ, রাস্তার ঢাল এমনভাবেই তৈরি যে প্রায় সময়ই ওই জায়গায় দুর্ঘটনা ঘটে।

Next Article