ফুঁসছে বিপাশা, জলের তোড়ে ভেসে মৃত ২, নিখোঁজ ২০! মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত সিমলা-মানালি

Himachal Pradesh: লাগাতার বৃষ্টির জেরে মানালি-চণ্ডীগঢ় জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানালির কাছে বিয়াস বা বিপাশা নদী হাইওয়ের কিছুটা অংশ গিলে খেয়েছে। সুতলেজ নদীর জলস্তরও হু হু করে বাড়ছে।

ফুঁসছে বিপাশা, জলের তোড়ে ভেসে মৃত ২, নিখোঁজ ২০! মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত সিমলা-মানালি
হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশ।Image Credit source: X

|

Jun 26, 2025 | 6:34 AM

সিমলা: বর্ষা আসতেই বিপর্যয় হিমাচল প্রদেশে। মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বানে তছনছ ছবির মতো সাজানো রাজ্য। একাধিক জেলাতেই নেমেছে হড়পা বান, ধস। কাঙ্গরা জেলায় হড়পা বানের তোড়ে ভেসে গিয়েছেন ১৫ থেকে ২০ জন শ্রমিক। উদ্ধার হয়েছে দুই শ্রমিকের মৃতদেহ।

বুধবার দিনভর ভারী বৃষ্টি হয় হিমাচল প্রদেশে। কাঙ্গরা জেলার মানুনি খাদের কাছে ইন্দিরা প্রিয়দর্শিনী হাইড্রোইলেট্রিক প্রজেক্টের কাজ করছিলেন শ্রমিকরা। বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল, শ্রমিকরা পাশেই একটি অস্থায়ী ছাউনিতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। আচমকাই খানিয়ারা মানুনি খাদের জলস্তর বেড়ে যায়। জলের তোড়ে নিমেষে ভেসে যান শ্রমিকরা।

বিপর্যয়ের খবর পেয়েই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ছুটে আসে স্থানীয় প্রশাসন, গ্রাম পঞ্চায়েত ও রাজস্ব বিভাগ। তারাও উদ্ধারকাজে হাত লাগান। এখনও পর্যন্ত মাত্র ২ জন শ্রমিকেরই দেহ উদ্ধার হয়েছে।

অন্যদিকে, কুলুতেও হড়পা বান নেমেছে। তিনজনের নিখোঁজ হয়ে যাওয়ার খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, দোকানপাট, রাস্তা ও ছোট ব্রিজ। মানালি ও বাঞ্জার জেলাতেও হড়পা বানের খবর মিলেছে।

লাগাতার বৃষ্টির জেরে মানালি-চণ্ডীগঢ় জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানালির কাছে বিয়াস বা বিপাশা নদী হাইওয়ের কিছুটা অংশ গিলে খেয়েছে। সুতলেজ নদীর জলস্তরও হু হু করে বাড়ছে।