Atishi Marlena: ‘মন খারাপ’ কেজরীবালের! শীর্ষ ক্ষমতা হারিয়েও উদ্দাম নাচ দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশীর

Atishi Marlena: কিন্তু, একদিকে যখন হেরে 'মন খারাপ' কেজরীবালের। তখন অন্যদিকে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশীর মনে খুশির জোয়ার। প্রকাশ করলেন নিজের নাচের মধ্যে দিয়েই।

Atishi Marlena: মন খারাপ কেজরীবালের! শীর্ষ ক্ষমতা হারিয়েও উদ্দাম নাচ দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশীর
অতিশীর নাচের ভিডিয়ো Image Credit source: ANI

|

Feb 09, 2025 | 11:55 AM

নয়াদিল্লি: দিল্লির দাড়িপাল্লায় কি কেজরীবালকেও ছাপিয়ে গেলেন অতিশী? গতকালের ফলাফলের পর এমনই প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একদিকে মুখ ভার। অন্যদিকে, খুশির আমেজ। দল একটাই, কিন্তু ছবি দু’টো। আপের অন্দরে বৈপরীত্যটা আপাতত স্পষ্ট। ‘নিজে তো হারলেন, দলকেও হারালেন’, কেজরীবালকে নিয়ে আপাতত এমনই মন্তব্য কাটছে দলের একাংশ।

কিন্তু, একদিকে যখন হেরে ‘মন খারাপ’ কেজরীবালের। তখন অন্যদিকে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশীর মনে খুশির জোয়ার। প্রকাশ করলেন নিজের নাচের মধ্যে দিয়েই।

দিল্লির কালকাজী বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন কনিষ্ঠতম বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির রমেশ বিধুড়ী। কিন্তু অতিশীর ‘ঘরের মেয়ে’ ভাবমূর্তির সামনে ধোপেও টিকতে পারেনি বিধুড়ীর পাশার চাল। যখন কেজরীবাল, সিসোদিয়ার মতো বড় ঘুটি হারাচ্ছে আপ, সেই সময় দলের মান রেখেছেন অতিশী। জিতেছেন তাঁর কেন্দ্র থেকে। নিজের দিকে টেনেছেন মানুষের ভরসা।

আর জয়ের পর উদ্দাম নাচ। যখন একদিকে দিল্লিতে ভেঙে পড়ল আপের দূর্গ। শাসক থেকে রাতারাতি আপ হয়ে গেল প্রধান বিরোধী দল। হেরে ‘ভূত’ হল প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, ‘মাথা নত’ হল প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। সেই ফাঁকে অতিশীর এমন নাচ দেখে চক্ষু ছানাবড়া একাংশের।

ইতিমধ্য়ে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, কালকাজী কেন্দ্র থেকে জয়ের পর খুশির আমেজেই দলীয় কর্মীদের সঙ্গে নাচছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা।

অবশ্য আপ নেত্রীর এমন কাণ্ড-কারখানা দেখে তোপ দেগেছেন আপেরই রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল। দলের অন্দরে তিনি বরাবরই একটি বিতর্কিত মুখ। এবার যখন চলতি বিধানসভা নির্বাচনে রাজধানীতে ভেঙে পড়েছে আপের তিলে তিলে তৈরি করা সাম্রাজ্য। সেই ফাঁকে অতিশীর জয়ের এমন বহিঃপ্রকাশকে মোটেই সহজ ভাবে দেখছেন না তিনি।

নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘দল হেরেছে, দলের তাবড় নেতারাও হেরেছে আর এদিকে এমন কাণ্ড ঘটাচ্ছেন অতিশী। এ কেমন নির্লজ্জতা?’