
শিলংয়ে অন্য মুডে মমতা! বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যান, সেখানকার মানুষজনের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে সহজেই মিশে যান। মেঘালয়েও তার ব্যতিক্রম হয়নি। শিলং শহরের রাস্তায় হাঁটতে-হাঁটতে খাসি আদিবাসীদের সঙ্গে তাঁদের সংস্কৃতির অঙ্গ ঢোল নিয়ে বাজালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে দলীয় কর্মীসভার বৈঠকে যোগ দিতে যাওয়ার পথেই তাঁকে অভ্যর্থনা জানাতে আসা খাসি আদিবাসীদের থেকে ঢোল নিয়ে নিজে বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথচলতি মানুষজনের সঙ্গে কথাও বলেন বাংলার মুখ্যমন্ত্রী।

সম্প্রতি দার্জিলিং সফরে গিয়েও পাহাড়ের রাস্তায় হাঁটতে-হাঁটতে নিজস্ব কায়দায় জনসংযোগ করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একেবারে দোকানে ঢুকে তাঁদের সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী।

চলতি বছর দার্জিলিং সফরে গিয়ে রাস্তার সামনে একটি দোকানে ঢুকে মোমো বানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোকানের তক্তায় বসে নিজের হাতে মোমোর পুর বানিয়ে গরম তেলে ভাজতে দেন মুখ্যমন্ত্রী।

পাহাড়ের রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বানিয়েও কচিকাঁচাদের খাওয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোলা সহ আলু মাখা পুর এবং তেঁতুলজল সহযোগে মুখ্যমন্ত্রীর হাতে বানানো ফুচকা খেয়ে আপ্লুত হয়ে যান কচিকাঁচারা।

মেঘালয়ে বনরক্ষীদের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের প্রত্যেক পরিবারের সদস্যের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। সকলের পাশে থাকার বার্তাও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।