
বুধবার, ‘ক্যান্ডেরে হুরুন ইন্ডিয়া’ ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এমন নারী উদ্যোক্তাদের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় এমন একজনের নাম রয়েছে যিনি কেবল একজন উদ্যোক্তাই নন, সোশ্যাল মিডিয়া সেনসেশনও বটে। তিনি হলেন মৃণাল পাঞ্চাল। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়াড় সংখ্যা ৫৫ লক্ষেরও বেশি। জানেন তার মোট সম্পদের পরিমাণ কত?
মৃণাল পঞ্চাল শর্মা একজন বিউটি কন্টেন্ট ক্রিয়েটর। তিনি মৃচা বিউটি নামে একটি কসমেটিক স্টার্টআপের মালিকও। ভাইরাল মেকআপ রিল থেকে উদ্যোক্তা হওয়া মৃণাল তার ভক্তদের কাছে অবশ্য ‘মৃনু’ নামে পরিচিত। ২০২৪ সালে মৃচা বিউটি প্রতিষ্ঠা করেন। এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি ক্যান্ডের এবং হুরুন ইন্ডিয়ার প্রভাবশালী মহিলা প্রতিষ্ঠাতাদের তালিকায় শীর্ষে স্থান পেয়েছেন।
মাত্র ৫ মাসে ২ কোটি টাকার ব্যবসা করেছে তাঁর কোম্পানি!
কসমেটিক স্টার্টআপ প্রতিষ্ঠার প্রথম পাঁচ মাসে, মৃণালের কোম্পানি মৃচা বিউটি ২ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। জেন জি-এর কাছে তাঁর এই কোম্পানির লিপস্টিকের জনপ্রিয়তাও বেশ।
এমনকি মাত্র কয়েক মাসে এমন জনপ্রিয়তার শিখড়ে পৌঁছেছেন তিনি যে তাঁকে আমেরিকান ইউটিবার জেমস চার্লসের সঙ্গে তুলনা করা হয়েছে।
মৃণাল জেমসের সঙ্গে একটি রিল পোস্ট করেছিলেন। যদিও এরপরে মৃণালকে ভক্তদের সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। জেমস চার্লসের বিরুদ্ধে স্ন্যাপচ্যাটে নাবালক ছেলেদের সঙ্গে আপত্তিকর ব্যক্তিগত ছবি শেয়ার করার অভিযোগ রয়েছে। ইনস্টাগ্রামে জেমসের ২ কোটিরও বেশি ফলোয়ার রয়েছে।
মৃণাল পাঞ্চাল ২০২২ সালে গায়ক অনিরুদ্ধ শর্মার সঙ্গে বাগদান করেন। দীর্ঘদিন একে অপরের সঙ্গে ডেটিং করার পর, গত বছরের অক্টোবর মাসে তাঁরা দুজনেই বিয়ে করেন। মৃণাল পাঞ্চাল অনিরুদ্ধের মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন।