Bharatiya Nyaya Sanhita: শিব ঠাকুরের আপন দেশে নতুন কানুন কি সর্বনেশে?

Aug 16, 2024 | 12:49 PM

ভারতবর্ষে ১ জুলাই থেকে চালু হয়েছে নতুন আইন। যা সত্যই সব্বনেশে কি না তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এনডিএ সরকারের আমলে দেশের 'ঔপনিবেশিক' তিনটি আইনের অবলুপ্তি ঘটেছে। পুরনো আইনি ব্যবস্থার সঙ্গে নতুন ব্যবস্থায় কী পরিবর্তন এল, কেন এই পরিবর্তন করা হল, কোন বিষয়গুলি বেশি গুরুত্ব পেল- এ সব নিয়েই টিভি৯ বাংলা ডিজিটালের এই বিশেষ প্রতিবেদন।

Bharatiya Nyaya Sanhita: শিব ঠাকুরের আপন দেশে নতুন কানুন কি সর্বনেশে?
ভারতবর্ষে ১ জুলাই থেকে চালু হয়েছে নতুন আইন। যা নিয়েই এখন আলোচনা চলছে সর্বত্র।

Follow Us

“শিব ঠাকুরের আপন দেশে, আইন কানুন সর্বনেশে! কেউ যদি যায় পিছ্‌লে প’ড়ে প্যায়দা এসে পাক্‌ড়ে ধরে, কাজির কাছে হয় বিচার— একুশ টাকা দণ্ড তার।।” এই ছিল সুকুমার রায়ের ‘একুশে আইন’-এ। সেই ‘শিব ঠাকুরের দেশ’ ভারতবর্ষে ১ জুলাই থেকে চালু হয়েছে নতুন আইন। যা সত্যই সব্বনেশে কি না তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এনডিএ সরকারের আমলে দেশের ‘ঔপনিবেশিক’ তিনটি আইনের অবলুপ্তি ঘটেছে। যদিও স্বাধীনতার পর ব্রিটিশদের চালু করা সেই আইনি ব্যবস্থায় বিভিন্ন সময়ে অনেক বদল করা হয়েছিল। তবুও বহুকাল আগে রচিত আইনে ঔপনিবেশিকতার গন্ধ ছিল স্পষ্ট। এ নিয়ে বিভিন্ন সময় আলোচনাও হয়েছে বিভিন্ন মহলে। ঔপনিবেশিকতার গন্ধ পুরোপুরি মুছে সময়োপযোগী করতেই নতুন আইনের প্রবর্তন বলে দাবি বর্তমান সরকারের। সেই লক্ষ্যেই ১৮৬০ সালের ইন্ডিয়ান পিনাল কোড (Indian Penal Code, 1860 ) বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita বা BNS) ও ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট (Indian Evidence Act,1872) হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (Indian Sakshya Act বা ISA), আর ক্রিমিনাল প্রোসিডিওর কোড (Criminal Procedure Code,1898) প্রতিস্থাপিত হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন