Modi on Sudan: আটকে থাকা ভারতীয়দের নিয়ে বাড়ছে চিন্তা, সুদান নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে মোদী

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Apr 21, 2023 | 2:54 PM

Modi on Sudan: একদিন আগেই সুদানের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল নয়া দিল্লিকে। পরিস্থিতি খানিকটা শান্ত হলেই সে দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করা হবে বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে।

Modi on Sudan: আটকে থাকা ভারতীয়দের নিয়ে বাড়ছে চিন্তা, সুদান নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে মোদী

Follow Us

নয়া দিল্লি: সেনা-আধাসেনার সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সুদানে (Sudan)। বর্তমানে সে দেশে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছে দিল্লিরও। গোটা পরিস্থিতির দিকে নজর রয়েছে বিদেশ মন্ত্রকের। সবথেকে বেশি খারাপ অবস্থা সুদানের রাজধানী খার্তুমের। এদিকে সেখানেই রয়েছে ভারতীয় দূতাবাস। ওই এলাকাতেও নানা প্রান্তে জ্বলছে আগুন। ইতিমধ্যেই সেখানে ভারতীয়দের যেতে নিষেধ করেছে বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, এমতাবস্থায় এবার সুদানের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।  

একদিন আগেই সুদানের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল নয়া দিল্লিকে। পরিস্থিতি খানিকটা শান্ত হলেই সে দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করা হবে বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রের তরফে আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে কথা বলা হয়েছে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের বিষয় নিয়ে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি যথাসম্ভব সাহায্য ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানা যাচ্ছে। একইসঙ্গে আটকে থাকা ভারতীয়দের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। 

বৃহস্পতিবার সুদান প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সুদানের পরিস্থিতির উপর নজর রাখছি। এখনও সেখানে তীব্র উত্তেজনা রয়েছে।’ প্রসঙ্গত, সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সেনাবাহিনী এবং উপ-সেনাপ্রধানের অনুগত র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আধা সেনার মধ্যে তীব্র লড়াই চলছে। সেনার মর্যাদা চাইছে আধাসেনা। গত শনিবার থেকে এখনও পর্যন্ত অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

 

Next Article