UPSC Result: দুজনেই আয়েশা, রোল নম্বর থেকে র‌্যাঙ্ক, সবই এক! তাহলে UPSC-তে উত্তীর্ণ হল কে?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 26, 2023 | 7:08 AM

Madhya Pradesh: আয়েশা ফতিমার বাড়ি দেবাসে, আলিরাজপুর জেলার বাসিন্দা আয়েশা মাকরানি। তাদের দুইজনেরই দাবি, তারা ইউপিএসসি পরীক্ষায় ১৮৪ র‌্যাঙ্ক করেছে। এবার কে আমলা পদ পাবেন, তান নিয়েই সংশয়।

UPSC Result: দুজনেই আয়েশা, রোল নম্বর থেকে র‌্যাঙ্ক, সবই এক! তাহলে UPSC-তে উত্তীর্ণ হল কে?
ছবি: সংগৃহীত।

Follow Us

ভোপাল: নাম এক, রোল নম্বর এক। দুইজন একই রাজ্যের বাসিন্দাও। তাই বলে পরীক্ষায় র‌্যাঙ্কও এক হবে? তাও আবার সাধারণ কোনও পরীক্ষা নয়, দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি(UPSC)। চলতি সপ্তাহেই ফল প্রকাশ হয়েছে ২০২২-২৩ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের। সেই ফল ঘিরেই তৈরি হয়েছে ধন্দ। দেখা যায়, দুই যুবতী যাদের নাম আয়েশা, তাদের রোল নম্বরও এক। এমনকী পরীক্ষায় তাঁদের র‌্যাঙ্কও এক! কিন্তু দুই জন তো এক স্থান অর্জন করতে পারে না। তাহলে আসল আয়েশা কে, যে ইউপিএসসি পরীক্ষায় ১৮৪ র‌্যাঙ্ক করেছে?

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশে (Madhya Pradesh)। দুই যুবতীর মধ্যে একজনের নাম আয়েশা ফতিমা, বয়স ২৩। অপরজনের নাম আয়েশা মাকরানি, বয়স ২৬। দুই জনেই মধ্য প্রদেশের বাসিন্দা, দুইজনের বাড়ির মধ্যে দূরত্ব ২০০ কিলোমিটার। আয়েশা ফতিমার বাড়ি দেবাসে, আলিরাজপুর জেলার বাসিন্দা আয়েশা মাকরানি। তাদের দুইজনেরই দাবি, তারা ইউপিএসসি পরীক্ষায় ১৮৪ র‌্যাঙ্ক করেছে। এবার কে আমলা পদ পাবেন, তান নিয়েই সংশয়।

নিজেদের বৈধ পরীক্ষার্থী হিসাবে প্রমাণ দিতে দুই আয়েশাই থানা ও ইউপিএসসি কর্তৃপক্ষের কাছে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। প্রমাণ স্বরূপ যে অ্য়াডমিট কার্ড জমা দিয়েছেন, তাতেও দেখা গিয়েছে দুইজনের রোল নম্বরও এক। তবে খুটিয়ে দেখা হলে সূক্ষ ফারাক দেখা যায় দুই অ্যাডমিট কার্ডে। তা হল, আয়েশা মাকরানির অ্য়াডমিট কার্ডে লেখা রয়েছে তাঁর পার্সোনালিটি টেস্ট হয়েছিল ২০২৩ সালের ২৫ এপ্রিল। দিনটা ছিল বৃহস্পতিবার। অন্যদিকে, আয়েশা ফতিমার অ্য়াডমিটেও লেখা তাঁরও পার্সোনালিটি টেস্ট হয়েছিল ২৫ এপ্রিলই, তবে বার ছিল মঙ্গলবার। ক্যালেন্ডার বলছে, চলতি বছরের ১৫ এপ্রিল মঙ্গলবারই ছিল।

আয়েশা ফতিমার অ্য়াডমিট কার্ডে ইউপিএসসি-র ওয়াটারমার্ক ও কিউআর কোড রয়েছে। অন্যদিকে, আয়েশা মাকরানির অ্য়াডমিট কার্ডে কোনও কিউআর কোড নেই। সাধারণ প্রিন্টআউটের মতো দেখতে তাঁর অ্য়াডমিট।

Next Article