
নয়া দিল্লি: জোট নিয়ে জট অব্যাহত। তবে বিরোধী জোটে গুরুত্ব বাড়ল কংগ্রেসের (Congress)। ইন্ডিয়া জোটের (INDIA Alliance) প্রধান হলেন কংগ্রেসের সর্বভারতীয় মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল, ইন্ডিয়া জোটের মুখ বা কনভেনার হতে চান নীতীশ কুমার। কিন্তু এদিনের বৈঠকে ঠিক উল্টো ঘটনা ঘটে। সূত্রের খবর, নীতীশ কুমার (Nitish Kumar) ইন্ডিয়া জোটের মুখ হতে অস্বীকার করেন। এরপরই মল্লিকার্জুন খাড়্গেকে বিরোধী জোটের চেয়ারপার্সন হিসাবে বাছাই করা হয়। যদিও ইন্ডিয়া জোটের তরফে এই নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
লোকসভা নির্বাচন এগিয়ে আসলেও আসন ভাগাভাগি নিয়ে জট কাটেনি বিরোধী শিবিরের মধ্যে। সেই জট কাটাতেই আজ, শনিবার বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোটের সদস্যরা। এবার মুখোমুখি নয়, ভার্চুয়াল বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোটের সদস্যরা। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কোনও প্রতিনিধিকেও দেখা যায়নি এই বৈঠকে। উপস্থিত ছিলেন না মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরেও।
সূত্রের খবর, এ দিন ইন্ডিয়া জোটের বৈঠকে প্রথমে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতীশ কুমারকেই জোটের কনভেনার হতে বলা হয়। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। নীতীশ কুমার নিজেই সুপারিশ করেন যে কংগ্রেসের কাউকে যেন জোটের মুখ করা হয়। এরপরই ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন হিসাবে মল্লিকার্জুন খাড়্গেকে বেছে নেওয়া হয়।
জোটের নেতৃত্বের মুখ বাছাই করা হলেও, আসন ভাগাভাগি নিয়ে জট কাটেনি পঞ্চম বৈঠকেও। মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় বিশ বাঁও জলে বাংলার জোট পরিস্থিতি। তৃণমূলের প্রতিনিধির অনুপস্থিতির কারণে বাংলার আসন সমঝোতা নিয়ে কোনও আলোচনা হয়নি।
অন্যদিকে, শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরের অনুপস্থিতির কারণে মহারাষ্ট্রের আসন ভাগাভাগি নিয়েও কোনও আলোচনা হয়নি।