Mallikarjun Kharge on Nitish Kumar: ‘জানিনা নীতীশের মাথায় কী চলছে’, ইন্ডিয়া জোটে ঐক্যের বার্তাতেও উদাসী সুর খাড়্গের গলায়

INDIA Alliance: বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, "কংগ্রেস ইন্ডিয়া জোটের সদস্যদের ঐক্য়বদ্ধ রাখার জন্য় সবরকমের চেষ্টা করছে"। তিনি বলেন, "জেডিইউ ইন্ডিয়া জোট ছেড়ে দিচ্ছে, এমন কোনও তথ্য জানা নেই আমার। আমি জানি না ওদের মাথায় কী চলছে।"

Mallikarjun Kharge on Nitish Kumar: জানিনা নীতীশের মাথায় কী চলছে, ইন্ডিয়া জোটে ঐক্যের বার্তাতেও উদাসী সুর খাড়্গের গলায়
মল্লিকার্জুন খাড়্গে।Image Credit source: PTI

|

Jan 27, 2024 | 3:26 PM

বেঙ্গালুরু: বিহারে ফের পালাবদল। আবার এনডিএ-তো যোগ দিতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার (Nitish Kumar)। নীতীশ পাল্টি মারতেই টালমাটাল ইন্ডিয়া জোটের (INDIA Alliance) অবস্থানও। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) জানান, ইন্ডিয়া জোটের সকলকে একজোট করার জন্য সর্বসম্মতভাবে চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, জনতা দল ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যাচ্ছে বা যাবে, এমন কোনও তথ্য জানা নেই।

এ দিন বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, “কংগ্রেস ইন্ডিয়া জোটের সদস্যদের ঐক্য়বদ্ধ রাখার জন্য় সবরকমের চেষ্টা করছে“। তিনি জানান, বিহারের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, ফোনেও কথা বলার চেষ্টা করেছেন, কিন্ত নীতীশ কুমার ব্যস্ত।

খাড়্গে বলেন, “জেডিইউ ইন্ডিয়া জোট ছেড়ে দিচ্ছে, এমন কোনও তথ্য জানা নেই আমার। আমি জানি না ওদের মাথায় কী চলছে। আমি আগামিকাল দিল্লিতে যাব, তারপরই সব তথ্য জানতে পারব। দেখা যাক কী হয়।”

ইন্ডিয়া জোটে আসন সমঝোতার আলোচনা শুরু হতেই একের পর এক শরিকরা যেভাবে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং আসন ভাগাভাগি করতে অস্বীকার করেছেন। প্রথমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় একাই লড়বে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতায় যাবে না তৃণমূল। এরপর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি করতে অস্বীকার করেছেন। এই বিষয়ে কংগ্রেস প্রধানকে প্রশ্ন করলে তিনি বলেন, “আমরা চাই সবাই একসঙ্গে থাকুক। যারা ইন্ডিয়া জোটকে সফল করতে চান এবং গণতন্ত্রকে রক্ষা করতে চান, তারা হঠকারি সিদ্ধান্ত নেবেন না।