Nitish Kumar-Rahul Gandhi: মমতার এই কাজে গোঁসা নীতীশের, মান ভাঙাতে ফোন রাহুলের

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 22, 2023 | 1:04 PM

INDIA Alliance PM Candidate: এনডিএ জোট ভেঙে বেরিয়ে আসার পর থেকেই বিজেপি সর্বদাই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করেছে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে। যদিও বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছেন নীতীশ কুমার। এবার নীতীশের সেই স্বপ্ন ভাঙা নিয়েই জোর চর্চা।

Nitish Kumar-Rahul Gandhi: মমতার এই কাজে গোঁসা নীতীশের, মান ভাঙাতে ফোন রাহুলের
মমতার উপরে রেগে নীতীশ, রাগ ভাঙালেন রাহুল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: গোঁসা হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar)। বেজায় চটে তিনি। ইন্ডিয়া জোট (INDIA Alliance) ছেড়ে বেরিয়ে যেতে পারেন, এই আশঙ্কাও মনে ঢুকে গিয়েছে অনেকজনের। নীতীশের এই গোঁসার কারণ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। কেন জানেন? বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তিনি নীতীশ কুমার নন, নাম নিয়েছেন মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge)। তাঁর মান ভাঙাতে এবার ময়দানে নামলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সূত্রের খবর, সাতসকালে রাহুল গান্ধী ফোন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। ফোনে কথা বলে তাঁর মান ভাঙানোর চেষ্টা করেন।

এনডিএ জোট ভেঙে বেরিয়ে আসার পর থেকেই বিজেপি সর্বদাই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করেছে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে। যদিও বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছেন নীতীশ কুমার। এবার নীতীশের সেই স্বপ্ন ভাঙা নিয়েই জোর চর্চা।

চলতি সপ্তাহেই ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হয়। সেই বৈঠকে বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মল্লিকার্জুন খাড়্গের নাম সুপারিশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খাড়্গের নাম সুপারিশ করে আসলে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার পথ আটকাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে, মমতার এই চালে ক্ষুব্ধ নীতীশ কুমার। সূত্রের খবর, মল্লিকার্জুন খাড়্গের নাম নেওয়ার পরই রেগে যান বিহারের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষ হওয়ার আগেই তিনি বেরিয়ে যান।

জেডিইউ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফোন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। ক্ষুব্ধ জেডিইউ নেতাকে বোঝান রাহুল। কংগ্রেসের অবস্থান কী, তাও স্পষ্ট করে বোঝান তিনি। দুই নেতা ইন্ডিয়া জোটের শক্তি নিয়ে আলোচনা করেন দীর্ঘক্ষণ।

সূত্র মারফত জানা গিয়েছে, রাহুল গান্ধী বিহারের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে নীতীশ কুমারের সঙ্গে কথা বলেন। অন্য়দিকে, বিহারের মুখ্য়মন্ত্রী রাহুল গান্ধীকে জানান, বৈঠকে সম্ভাব্য প্রধানমন্ত্রীর মুখ কে  হবেন, তার নাম প্রস্তাব করা হবে, এই বিষয়ে তিনি অবগত ছিলেন না। সেই কারণেই সামান্য মনক্ষুণ্ণ হয়েছিলেন তিনি।

Next Article