নয়া দিল্লি: সংসদের বিশেষ অধিবেশনে পাশ হল মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill)। লোকসভা ও রাজ্যসভা-সংসদের দুই কক্ষেই শাসক-বিরোধী সমস্ত দলের সমর্থনে পাশ হয় মহিলা সংরক্ষণ বিল। শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) এই বিলের প্রশংসা করলেও, এটিকে কেন্দ্রীয় সরকারের ‘বিভ্রান্ত ও বিভাজনের চেষ্টা’ বলেই উল্লেখ করলেন।
এ দিন সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “মহিলা সংরক্ষণ বিল ভাল বিষয়। কিন্তু এর দুটো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এক, এই বিল আইনে পরিণত হওয়ার আগে জনসুমারি করতে হবে। দুই, বিধানসভাগুলির পুনর্বিন্যাস”। বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “কেউ জানে না এই বিল কবে বাস্তবায়ন করা হবে। এটা শুধুমাত্র বিভ্রান্ত করা ও বিভাজনের চেষ্টা।”
#WATCH | Women’s Reservation Bill | Congress MP Rahul Gandhi says, “The problem is the implementation. What they have said is – we are placing a Bill on the Floor of the House but we will implement it 10 years from now. What does that mean?…We agree with the Bill, remove these… pic.twitter.com/3ucnBLXuoA
— ANI (@ANI) September 22, 2023
রাহুল গান্ধী আরও বলেন, “আসল সত্যিটা হল এই সংরক্ষণ আজই কার্যকর করা যায়। এটা কোনও জটিল বিষয় নয়। কিন্তু সরকার তা চাইছে না। সরকার দেশের সামনে এই বিল পেশ করল কিন্তু এটা ১০ বছর বাদে কার্যকর করবে।”