Shashi Tharoor on Rahul Gandhi: রাহুলের সাজায় ‘খুশি’ শশী থারুর , খুঁজে পেলেন ‘সিলভার লাইনিং’

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 27, 2023 | 7:03 AM

Rahul Gandhi's Conviction: মোদী পদবি নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য়ে গোটা মোদী সম্প্রদায়কে অপমান করা হয়েছে বলেই দাবি করছে বিজেপি। রাহুল গান্ধীর বিরুদ্ধে এই অভিযোগকে অযৌক্তিক বলেই উল্লেখ করেন শশী থারুর।

Shashi Tharoor on Rahul Gandhi: রাহুলের সাজায় খুশি শশী থারুর , খুঁজে পেলেন সিলভার লাইনিং
শশী থারুর। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফৌজদারী মানহানির মামলায় কড়া শাস্তি পেয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। দুই বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে সুরাট আদালত। রাহুলের এই শাস্তি নিয়ে প্রতিবাদে কংগ্রেস পথে নামলেও, কংগ্রেস সাংসদ শশী থারুর (D=Shashi Tharoor) এতেও ভাল দিক দেখতে পাচ্ছেন। রবিবারই তিনি বলেন, “রাহুল গান্ধীর শাস্তির প্রতিবাদে অভূতপূর্বভাবে বিরোধী দলগুলির মধ্যে ঐক্য দেখা গিয়েছে। আঞ্চলিক দলগুলি, যারা এতদিন কংগ্রেসকে নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসাবেই গণ্য করেছেন, তারাও আজ আমাদের পাশে দাঁড়িয়েছেন।”

এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে শশী থারুর রাহুল গান্ধীর মানহানি মামলায় শাস্তি পাওয়া প্রসঙ্গে বলেন, “আমরা দেখেছি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেলঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছেন, রাহুল গান্ধীর শাস্তির প্রতিবাদ করেছেন। এদের সঙ্গে কংগ্রেসের আগে কোনও সম্পর্ক ছিল না। কিন্তু বিজেপি যেভাবে আইনের অপব্যবহার করছে, তার প্রতিবাদেই তাঁরা একজোট হয়েছেন।”

গত বৃহস্পতিবার রাহুল গান্ধীকে মানহানির মামলায় আদালত সাজা দেওয়ার পরই প্রতিবাদে মুখ খোলেন একের পর এক বিরোধী নেতৃত্ব। একদিকে যেখানে রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাহুল গান্ধীর নাম না উল্লেখ করেই বিজেপি সরকারের সমালোচনা করেন। অন্য়দিকে আপ সুপ্রিমো কেজরীবাল বলেন, “গণতন্ত্রের জন্য কালো দিন আজ। কংগ্রেসের সঙ্গে আমাদের নীতিগত বিরোধিতা রয়েছে, তবে এভাবে রাহুল গান্ধীকে মানহানির মামলায় শাস্তি দেওয়া সঠিক নয়”। বিরোধী দলগুলির এই সমর্থনকেই এবার হাতিয়ার করতে চায় কংগ্রেস। রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়ঙ্কা গান্ধী, সকলেই বিরোধীদের সমর্থনের জন্য় ধন্যবাদ জানিয়ে তাদের একজোট হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

অন্যদিকে, মোদী পদবি নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য়ে গোটা মোদী সম্প্রদায়কে অপমান করা হয়েছে বলেই দাবি করছে বিজেপি। রাহুল গান্ধীর বিরুদ্ধে এই অভিযোগকে অযৌক্তিক বলেই উল্লেখ করেন শশী থারুর। ললিত মোদী ও পলাতক ব্যবসায়ী নীরব মোদী- দুইজনের মধ্যে কেউই সমাজে ‘পিছিয়ে পড়া’ নন, বরং বিদেশে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন বলেই উল্লেখ করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, “উনি (রাহুল গান্ধী) নির্দিষ্টভাবে তিনজনের নাম উল্লেখ করেছিলেন। তারা পিছিয়ে পড়া শ্রেণি থেকে এসেছেন বা ওনার এই  মন্তব্য় সমস্ত ওবিসিদের অপমান করে বলা হয়েছে, এগুলি সাধারণ জ্ঞানকে টেনে হিচড়ে বিকৃত করা ছাড়া কিছুই নয়।”

Next Article