Sonia Gandhi Hospitalized: ফের হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী, কী হয়েছে তাঁর?

Congress Leader Sonia Gandhi: গত ডিসেম্বরের ৭৯-তে পা দিয়েছেন সনিয়া গান্ধী। বিগত কয়েক বছর ধরেই বারবার অসুস্থ হয়ে পড়েছেন সনিয়া গান্ধী। গত কয়েক মাস আগেই পেটের সমস্যার জন্য স্যর গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন।

Sonia Gandhi Hospitalized: ফের হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী, কী হয়েছে তাঁর?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Jan 06, 2026 | 12:43 PM

নয়া দিল্লি: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী। তাঁকে নিয়ে ছুটতে হল হাসপাতালে। সূত্রের খবর, দিল্লির স্যর গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সনিয়া গান্ধী।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সোমবার বিকেলেই হাসপাতালে ভর্তি করানো হয় সনিয়া গান্ধীকে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই খবর। বিগত কয়েকদিন ধরেই তাঁর ক্রনিক কাশির সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজন চেস্ট ফিজিশিয়ানের পর্যবেক্ষণে রয়েছেন কংগ্রেস নেত্রী।

গত ডিসেম্বরের ৭৯-তে পা দিয়েছেন সনিয়া গান্ধী। বিগত কয়েক বছর ধরেই বারবার অসুস্থ হয়ে পড়েছেন সনিয়া গান্ধী। গত কয়েক মাস আগেই পেটের সমস্যার জন্য স্যর গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তার আগে ১৫ জুন তাঁকে তলপেটে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ৭ জুনও সিমলায় সফরে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন। সেখানেরই হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল।