বেঙ্গালুরু: শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারেননি, ভিডিয়ো বার্তাতে তাই কর্নাটকের মানুষকে ধন্যবাদ জানালেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। শনিবার ভিডিয়ো বার্তায় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী বলেন, “কর্নাটকের মানুষ বিভাজন ও দুর্নীতির রাজনীতিকে পরিত্যাগ করেছে।”
প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, “আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। কর্নাটকে কংগ্রেস পার্টির এই ঐতিহাসিক জয়ের জন্য কর্নাটকের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাতে চাই। এই জনমত জনদরদী সরকার, গরিবদের জন্য সরকারকে ক্ষমতা দিয়েছে। বিভাজন ও দুর্নীতির রাজনীতিকে ত্যাগ করেছে কর্নাটকের মানুষ।”
সনিয়া গান্ধী আরও বলেন, “আমি কর্নাটকের মানুষদের আশ্বস্ত করে বলতে চাই যে কংগ্রেস সরকার আজ শপথ নিল, সেই সরকার সর্বদা আপনাদের পাশে থাকবে এবং যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা সবকটি পূরণ করা হবে।”
ভিডিয়োর শেষে তিনি বলেন, “আমি গর্বিত যে প্রথম ক্য়াবিনেট বৈঠকেই আমাদের পাঁচটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। কংগ্রেস সর্বদা কর্নাটকের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। জয় হিন্দ।”