Sonia Gandhi: ‘রাজীবের স্বপ্ন পূরণ হবে’, মহিলা সংরক্ষণ বিলে সমর্থন সনিয়ার, রাখলেন শর্তও

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 20, 2023 | 5:05 PM

Women Reservation Bill: এ দিন সকালে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার শুরুতেই কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী জানান, তাঁর দল এই বিলকে সমর্থন জানাচ্ছে। তবে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণে ওবিসিদেরও অন্তর্ভুক্ত করতে হবে।

Sonia Gandhi: রাজীবের স্বপ্ন পূরণ হবে, মহিলা সংরক্ষণ বিলে সমর্থন সনিয়ার, রাখলেন শর্তও
সংসদে সনিয়া গান্ধী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি:  নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill)-কে সমর্থন জানাল কংগ্রেস (Congress)। তবে এই বিল নিয়ে বেশ কিছু শর্তও রাখলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। বুধবার, সংসদের বিশেষ অধিবেশনের তৃতীয় দিনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হবে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা অবধি এই বিল নিয়ে আলোচনার জন্য় সময় ধার্য করা হয়েছে। সূত্রের খবর, আজই লোকসভায় (Lok Sabha) এই বিল পাশ করাতে পারে কেন্দ্র। এ দিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের তরফে আলোচনা শুরু করেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তিনি মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানালেও, এই বিলে ওবিসিদের জন্যও আসন সংরক্ষণের দাবি করেন। অন্যদিকে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কংগ্রেসকে দুষে বলেন, “আগে কখনও কংগ্রেস মহিলাদের সংরক্ষণ বিলে ওবিসি কোটা বা আসন সংরক্ষণের দাবি জানায়নি। রাজনৈতিক সুবিধার্থে দল নিত্যদিন নতুন নতুন দিক খুঁজে বের করছে।”

এ দিন সকালে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার শুরুতেই কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী জানান, তাঁর দল এই বিলকে সমর্থন জানাচ্ছে। তবে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণে ওবিসিদেরও অন্তর্ভুক্ত করতে হবে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “এটা আমার কাছে অত্যন্ত আবেগঘন মুহূর্ত। কারণ, স্থানীয় নির্বাচনে মহিলাদের আসন সংরক্ষণের উদ্দেশ্যে আমার স্বামী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীই প্রথম এই বিল এনেছিলেন। এই বিল পাশ হলে রাজীব গান্ধীর সেই স্বপ্ন পূরণ হবে।”

হিন্দিতে রাখা ভাষণে তিনি বলেন, জাতীয় কংগ্রেসের তরফে আমি নারী শক্তি বন্ধন অধিনিয়মকে সমর্থন জানাচ্ছি। ধোঁয়া ভরা রান্নাঘর থেকে জনসমর্থনে পরিপূর্ণ স্টেডিয়াম, ভারতীয় মহিলাদের যাত্রাপথ দীর্ঘ ছিল। অবশেষে তা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারল। ভারতের স্বাধীনতা আন্দোলনে মহিলারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মহিলারা দীর্ঘদিন ধরে এই বিলের অপেক্ষা করছিলেন। এখন তাদের আরও কত বছর অপেক্ষা করতে বলা হচ্ছে।”

মহিলাদের সংরক্ষণ বিলের পাশাপাশি তিনি অবিলম্বে জাতি ভিত্তিক জনসুমারির দাবি জানান। তিনি বলেন, এই বিল আরও সঠিকভাবে কার্যকর করতে জাতি ভিত্তিক জনসুমারির প্রয়োজন। জনজাতি, উপজাতির সঙ্গে ওবিসিদেরও এই বিলে অন্তর্ভুক্ত করা উচিত।

Next Article