নয়া দিল্লি : রবিবার সকালেই ঘুমের দেশে চলে গেলেন শেয়ার বাজারের বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়ালা। তাঁর বয়স হয়েছিল মাত্র ৬২ বছর। শেয়ার বাজারে তাঁকে এক প্রভাবশালী ব্যক্তি বলে মনে করা হয়। সে নিদর্শন তিনি নিজেই রেখেছিলেন। শেয়ার বাজারে তাঁর অভাবনীয় সাফল্যের জন্য তাঁকে ভারতের ওয়ারেন বাফেও বলা হত। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৬ হাজার কোটি টাকা (৫.৮ বিলিয়ন ডলার)। হৃদরোগে আক্রান্ত হয়েই কম বয়সে পরলোকে পারি দিলেন তিনি। দীর্ঘদিন ধরেই শরীরের নানা সমস্যায় ভুগছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। বেশ কিছুদিন ধরেই হার্ট, কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। শরীর চাঙ্গা না থাকলেও তাঁর মন ছিল সর্বদা চাঙ্গা। সদা প্রাণবন্ত রাকেশের চঞ্চল মনের উদাহরণ দেখা গেল একটি ভিডিয়োতে। হুইল চেয়ারে বসেই একটি হিন্দি গানের সঙ্গে নাচছেন তিনি।
राकेश झुनझुनवाला की दोनों किडनियाँ खराब हो गईं थीं।
वे डायलिसिस पर थे।
उनका यह वीडियो मौत को बौना बता रहा है।
बस, जिंदगी जीने की जिद्द होनी चाहिए।#Rakeshjhunjhunwala pic.twitter.com/9tDIn9wr9G— Sanjay Nirupam (@sanjaynirupam) August 14, 2022
রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুর কিছুক্ষণ পরই রাকেশ ঝুনঝুনওয়ালার একটি ভিডিয়ো টুইটারে শেয়ার করেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। সেই ভিডিয়োতেই তাঁকে বলিউড গান ‘কাজরা রে’ তে নাচতে দেখা গিয়েছে। সেই সময় তিনি বসেছিলেন হুইল চেয়ারে। এই ভিডিয়ো টুইট করে কংগ্রেস নেতা ক্যাপশনে লিখেছেন, ‘রাকেশ ঝুনঝুনওয়ালার দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল এবং তাঁর ডায়ালিসিস চলছিল। তাঁর নাচের ভিডিয়ো থেকে দেখায় যে, বাঁচার ইচ্ছে থাকা উচিত।’ সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, এই শেয়ার বাজারের বিগ বুল ঘিরে রয়েছেন তাঁর বন্ধু-বান্ধব ও পরিবারের লোকজন। আর হুইল চেয়ারে বসে রয়েছেন তিনি। তারপর ‘বান্টি অর বাবলি’ সিনেমার গানে হুইল চেয়ারে বসেই উদ্দাম নাচ রাকেশের।