Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress Rally in Rajasthan: দলের ‘রি-ব্রান্ডিং’য়ে গোলাপি শহরে রাহুল-প্রিয়ঙ্কা, একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণের পরিকল্পনা

Rahul-Priyanka Gandhi to Attend Mega Rally: এদিনের অনুষ্ঠানে দলনেত্রী সনিয়া গান্ধী উপস্থিত না থাকলেও রাহুল, প্রিয়ঙ্কার পাশাপাশি মুখ্য়মন্ত্রী অশোক গেহলট, সচিন পাইলট সহ রাজ্যের একাধিক শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে।

Congress Rally in Rajasthan: দলের 'রি-ব্রান্ডিং'য়ে গোলাপি শহরে রাহুল-প্রিয়ঙ্কা, একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণের পরিকল্পনা
জয়পুরে মেগা ব়্যালিতে অংশ নেবেন রাহুল-প্রিয়ঙ্কা।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 9:14 AM

জয়পুর: গোলাপি শহরেই সংগঠনের ক্ষমতা প্রদর্শন করবে কংগ্রেস (Congress)। আজ, রবিবার রাজস্থান(Rajasthan)-র জয়পুরে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে কংগ্রেসের তরফে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। এছাড়াও কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

আগামী বছরই পঞ্জাব, উত্তর প্রদেশ সহ মোট ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই রাজ্য়গুলিতে প্রচারের পাশাপাশি এবার রাজস্থানেও দলের শীর্ষনেতারা প্রচার সারতে উপস্থিত হচ্ছেন। এদিনের অনুষ্ঠান কর্মসূচি থেকে কেন্দ্রকে মুদ্রাস্ফীতি ও জ্বালানি থেকে সবজি সহ অত্য়াবশ্যকীয় পণ্যগুলির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের শাসকদল বিজেপিকে আক্রমণ করার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিনের অনুষ্ঠানে দলনেত্রী সনিয়া গান্ধী উপস্থিত না থাকলেও রাহুল, প্রিয়ঙ্কার পাশাপাশি মুখ্য়মন্ত্রী অশোক গেহলট, সচিন পাইলট সহ রাজ্যের একাধিক শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। একদিকে যেখানে উত্তর প্রদেশে একের পর এক প্রকল্পের উদ্বোধন করে রাজ্যবাসীর জয় জয় করে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানেই পঞ্জাবে ক্ষমতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে কংগ্রেস। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে গিয়ে প্রচার সারতেই উদ্য়োগী হয়েছে কংগ্রেস।

অন্যদিকে, জাতীয় স্তরে বিরোধী মুখ হিসাবেও যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস উঠে আসছে, সেখানেও বিরোধী দল হিসাবে নিজেদের ক্ষমতা জাহির করতে কংগ্রেসের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাজস্থানের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সচিন পাইলট বলেন, “মূল্যবৃদ্ধি হটাও এই মিছিল থেকেই কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকারের পতনের শুরু হবে। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই মূল্যবৃদ্ধি বড় ইস্যু হয়ে দাঁড়াবে। বিজেপি সরকারকে তাদের সাত বছরের অপশাসন ও মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ে জবাবদিহি করতে হবে।”

রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে গতবছর থেকেই যে ঠাণ্ডাযুদ্ধে জড়িয়ে ছিলেন সচিন পাইলট, তা আরও এক পারদ চড়েছে গতমাসে। মন্ত্রিসভার রদবদলে নতুন মন্ত্রী হিসাবে জায়গা পেয়েছেন পাইলট ঘনিষ্ঠ একাধিক নেতা। এই চাপান-উতোরের মাঝেই কংগ্রেস কীভাবে দলের শক্তিশালী সংগঠন হিসাবে তুলে ধরে, তাই-ই এখন দেখার।

দলীয় সূত্রে খবর, এই মেগা ব়্যালি থেকেই কংগ্রেসকে নতুন রূপে তুলে ধরতে চান গান্ধী পরিবারের পরবর্তী প্রজন্ম, রাহুল-প্রিয়ঙ্কা। বিক্ষুদ্ধ জি-২৩-র ধাক্কা সামলিয়েই নতুন করে কংগ্রেসকে তুলে ধরবেন তারা। টুইটার সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে থাকেন রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী। এদিন জয়পুরের মিছিল থেকেও একাধিক ইস্যুতে  কেন্দ্রকে আক্রমণ করার পরিকল্পনাই রয়েছে তাদের। একইসঙ্গে কংগ্রেস শাসনে রাজস্থানে কী কী উন্নয়নমূলক প্রকল্পের কাজ হয়েছে, তাও তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।