Goa BJP: ২৫ লক্ষ টাকার বিনিময়ে ইঞ্জিনিয়ার পদ বিক্রি করেছেন গোয়ার পূর্তমন্ত্রী, অভিযোগ বিজেপি বিধায়কের

Atanasio Monserrate: আগামী বছরই গোয়াতে বিধানসভা নির্বাচন। তাঁর আগে নিজের দল পরিচালিত সরকারের বিরুদ্ধে বিজেপি বিধায়কের এই মারত্মক অভিযোগ বিজেপিকে বিড়ম্বনায় ফেলবে বলেই মনে করা হচ্ছে।

Goa BJP: ২৫ লক্ষ টাকার বিনিময়ে ইঞ্জিনিয়ার পদ বিক্রি করেছেন গোয়ার পূর্তমন্ত্রী, অভিযোগ বিজেপি বিধায়কের
বিজেপি বিধায়ক আতানাসিও মনসেরাতে। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 8:21 AM

পানাজি: গোয়ার বিজেপি সরকারের পূর্তমন্ত্রীর বিরুদ্ধে মারত্মক অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক। শনিবার, পানাজির বিজেপি বিধায়ক আতানাসিও মনসেরাতে অভিযোগ করেন গোয়া সরকার পূর্তমন্ত্রী দীপক পাউস্কার ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য ২৫-৩০ লক্ষ টাকা চেয়েছিলেন। শনিবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে দেখা করার পানাজিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিধায়ক মনসেরাতে। সেখানে তিনি বলেন, “আমি সরাসরি বলতে চাই, গোয়ার পূর্তমন্ত্রী নিয়োগে বিনিময়ে অনেকের থেকে টাকা নিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমার স্পষ্ট মনে আছে, দুটি নিয়োগের তালিকা ছিল। প্রথমে একটি তালিকায় যে চাকরি প্রার্থীর নাম ৩ নম্বরে ছিল পরবর্তীকালে দেখা গিয়েছে তিনিই জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছেন।” তিনি বলেন, “আমার কাছে প্রমাণ আছে প্রত্যেক পদের জন্য পূর্তমন্ত্রীকে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। যে বেশি দাম দিয়েছে তাঁকেই পদগুলি বিক্রি করেছেন মন্ত্রী। তিনি এই অনিয়মে সরাসরি যুক্ত।”

আগামী বছরই গোয়াতে বিধানসভা নির্বাচন। তাঁর আগে নিজের দল পরিচালিত সরকারের বিরুদ্ধে বিজেপি বিধায়কের এই মারত্মক অভিযোগ বিজেপিকে বিড়ম্বনায় ফেলবে বলেই মনে করা হচ্ছে। আতানাসিও মনসেরাতে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি এই নিয়োগ তালিকা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “যেসব পরীক্ষার্থীরা নিজের মেধার ভিত্তিতে পরীক্ষা পাশ করেছেন তাদের সঙ্গে যথাযথ বিচার হওয়া প্রয়োজন। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর উচিৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যাবতীয় নিয়োগ করা।” প্রত্যাশিতভাবেই পূর্তমন্ত্রী দীপক পাউস্কার বিধায়কের অভিযোগ অস্বীকার করেছেন, এবং তাঁকে প্রমাণ পেশ করতে বলেছেন।

উল্লেখ্য, আগামী বছরের শুরুতেই গোয়াতে বিধানসভা নির্বাচন। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুরের সঙ্গে গোয়াতেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পাঁচ রাজ্যের নির্বাচন জয় বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গোয়াতে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বে বিজেপির সরকার রয়েছে। গোয়াতে এতদিন মূলত কংগ্রেস বিজেপি লড়াই ছিল। তবে বাংলা জয়ের পর জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা বাড়ানোর লক্ষ্যে গোয়াতে ঝাঁপিয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

ইতিমধ্যেই কংগ্রেস ভেঙে প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফ্যালেরিওকে দলে নিয়েছে তৃণমূল। তাঁকে রাজ্যসভায় পাঠানোর পাশাপাশি দলের সহ সভাপতি দায়িত্বও দিয়েছেন মমতা। অক্টোবর মাসেই তিনি গোয়া সফরে এসেছিলেন। সম্প্রতি আবারও তিনি গোয়া আসবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবালও গোয়া জয়ের স্বপ্ন দেখছেন। বলা বাহুল্য কংগ্রেসের পাশাপাশি তৃণমূল ও আম আদমি পার্টি এই ইস্যুতে বিজেপি করবে। আগমী দিনে এই অভিযোগ কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন PM Narendra Modi’s Twitter Hacked: টোপ বিনামূল্যে বিটকয়েন বিতরণের! অল্প সময়ের জন্য ‘হ্যাক’ প্রধানমন্ত্রীর টুইটার