Kalna: কালনায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পুলিশে অভিযোগ হতেই পলাতক প্রতিবেশী যুবক
Purba Bardhaman: কাজ থেকে ফিরে এসে পুরো ঘটনা জানতে পারেন নির্যাতিতার বাবা। তারপরই সোজা তিনি থানার দ্বারস্থ হন। অভিযোগ পেতেই তদন্তে নামে কালনা থানার পুলিশ। কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্ত যুবকের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

কালনা: ১৫ বছরের বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনায়। অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সোমবার দুপুরে। এদিকে মাত্রা এক সপ্তাহ আগে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে এসেছিল নির্যাতিতার পরিবার। কিশোরীর মা নেই, থাকে বাবার সঙ্গে। হোটেলে কাজ করে সংসার চালান বাবা। অভিযোগ, ঘটনার দিন বাবা কাজে বেরিয়ে গেলে সেই সুযোগই কাজে লাগায় প্রতিবেশী যুবক। কিশোরীর উপর চলে অকথ্য নির্যাতন।
কাজ থেকে ফিরে এসে পুরো ঘটনা জানতে পারেন নির্যাতিতার বাবা। তারপরই সোজা তিনি থানার দ্বারস্থ হন। অভিযোগ পেতেই তদন্তে নামে কালনা থানার পুলিশ। কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্ত যুবকের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার বাবা। তিনি বলছেন, “ছেলেটা আমাদের পাশের বাড়িতেই থাকে। আমি তো কাজে গিয়েছিলাম। কাজ থেকে ফিরি সাড়ে ৫টা নাগাদ। তখনই মেয়ের কাছ থেকে জানতে পারি। তারপরই আমার বাড়িওয়ালাকে জানিয়ে থানায় যাই। ছেলেটা পুলিশ ধরতে এলেও ও পালিয়ে গিয়েছে। আমি চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডলও। তিনি বলছেন, এটা অনেক বড় অপরাধ। আমরা এর জন্য অভিযুক্তের কঠোর শাস্তি চাই। এলাকার আর এক বাসিন্দা বলছেন, “আমরা সবাই এ ঘটনায় সাক্ষী দেব। ছেলেটা এমনিতেই খারাপ। সবাইকে মারধর করে। সকালেও এলাকায় উত্তেজনা তৈরি করেছিল। আমাকেও মারতে গিয়েছিল। তারপর তো এই ঘটনা ঘটিয়ে ফেলল।”
