Congress: ১০০ থেকে একধাক্কায় ১০০০ টাকা! মেম্বারশিপ ফি থেকে নির্বাচন, একাধিক বড় সিদ্ধান্ত কংগ্রেসের

Congress: সামনেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির নির্বাচন রয়েছে। নির্বাচনের আগে দেশজুড়ে দলীয় কর্মীদের সঙ্গে নেতারা যাতে যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখেন, তার উপরেও জোর দিতে চাইছে কংগ্রেস।

Congress: ১০০ থেকে একধাক্কায় ১০০০ টাকা! মেম্বারশিপ ফি থেকে নির্বাচন, একাধিক বড় সিদ্ধান্ত কংগ্রেসের
ফাইল চিত্র

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 22, 2023 | 7:10 AM

নয়া দিল্লি: ভোল বদলাতে চলছে কংগ্রেস(Congress)। দলের খরচ বহন করতে এবং দলীয় নেতাদের সাধারণ কর্মীদের সঙ্গে সংযোগ বাড়াতেই একাধিক প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনতে চলেছে কংগ্রেস। ইতিমধ্যেই একাদিক প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে, শেষ দফার আলোচনা চলছে বর্তমানে। সূত্রের খবর, ছত্তীসগঢ়ে কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠকের আগেই এই নতুন নিয়মগুলি কার্যকর করা হবে। এরমধ্যে দলের মেম্বারশিপের ফি (Membership Fee) বাড়ানোর যেমন প্রস্তাব দেওয়া হয়েছে, তেমনই দলীয় নির্বাচন নিয়েও একাধিক প্রস্তাবনা দেওয়া হয়েছে।

কংগ্রেস সূত্রে খবর, কংগ্রেসের রাজ্য কমিটির সদস্যদের জন্য বার্ষিক মেম্বারশিপ ফি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হবে। এরমধ্যে ৪০০ টাকা ডেভেলপমেন্ট ফি ও ৩০০ টাকা দলের ম্যাগাজিন সন্দেশের জন্য খরচ করা হবে। কংগ্রেসের প্রবীণ সদস্য যারা রয়েছেন, তাদের আরও বেশি বার্ষিক ফি দিতে হবে। মেম্বারশিপের জন্য তাদের ৩ হাজার টাকা এবং ডেভেলপমেন্ট ফি বাবদ ১ হাজার টাকা দিতে হবে। আগামী ৫ বছর এই নিয়মই অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে। কংগ্রেসের আশা, এই ফি বাড়ানোর সিদ্ধান্তের ফলে এবার কর্মীরা দলে আরও সক্রিয়ভাবে জড়িত থাকবে এবং বিভিন্ন অনুষ্ঠান, কর্মসূচিতে দলকে সাহায্য করবে। দলের আর্থিক তহবিলে ঘাটতি দেখা দিলেও এই অর্থ কাজে লাগবে বলেই আশা করা হচ্ছে।

অন্যদিকে, সামনেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির নির্বাচন রয়েছে। নির্বাচনের আগে দেশজুড়ে দলীয় কর্মীদের সঙ্গে নেতারা যাতে যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখেন, তার উপরেও জোর দিতে চাইছে কংগ্রেস। প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী, লোকসভা ও রাজ্যসভার শীর্ষনেতা ও কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারম্যানদের নির্বাচনে অংশ নেওয়ার প্রয়োজন নেই, তারা এমনিতেই ওয়ার্কিং কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হবেন। তবে এই তালিকায় নেই প্রিয়ঙ্কা গান্ধী। জানা গিয়েছে, এবারের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির নির্বাচনে সামিল হবেন প্রিয়ঙ্কা।

দলের তরফে সদস্যসংখা বাড়ানোর উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। দলে ৫০ শতাংশ পদ জনজাতি, উপজাতি, ওবিসিদের জন্য যেমন সংরক্ষিত রাখা হবে, তেমনই ৫০ বছরের কম বয়সী নেতাদের দলের মুখ হিসাবে তুলে ধরার চেষ্টা করা হবে।