INDIA: ২০ জানুয়ারির মধ্যেই হবে আসন রফা, তৃণমূল-বামেদের সঙ্গে পৃথক বৈঠক করবে কংগ্রেস

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Jan 04, 2024 | 5:37 PM

Congress: জোটের বিভিন্ন শরিক দলের সঙ্গে আসন সমঝোতার জন্যই গঠিত হয়েছে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। এই কমিটির সঙ্গে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এরপর প্রতিটি শরিক দলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবে কংগ্রেস হাইকম্যান্ড। এমনকি বাংলায় তৃণমূল ও বামেদের সঙ্গেও ১:১ বৈঠকে বসবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

INDIA: ২০ জানুয়ারির মধ্যেই হবে আসন রফা, তৃণমূল-বামেদের সঙ্গে পৃথক বৈঠক করবে কংগ্রেস
ইন্ডিয়া জোট। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। গত বছরের শেষে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন কাটাকাটি করে ফল যে ভাল হয়নি, তা টের পেয়েছে কংগ্রেস। তাই এবার লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শান্তিপূর্ণভাবে আসন ভাগাভাগিতে বিশেষ জোর দিচ্ছে কংগ্রেস হাইকম্যান্ড। আগামী ২০ জানুয়ারির মধ্যেই সারাদেশে ইন্ডিয়া জোটের দলগুলির সঙ্গে আসন-সমঝোতার আলোচনা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস (Congress)। আর সেই লক্ষ্যে আজ, বৃহস্পতিবার সন্ধ্যাতেই ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির সঙ্গে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)।

মূলত, জোটের বিভিন্ন শরিক দলের সঙ্গে আসন সমঝোতার জন্যই গঠিত হয়েছে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। যেখানে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক অশোক গেহলট, ভূপেশ বাঘেল, সলমন খুরশিদ ও মোহন প্রকাশ। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই কমিটির সঙ্গেই বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এরপর প্রতিটি শরিক দলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবে কংগ্রেস হাইকম্যান্ড। এমনকি বাংলায় তৃণমূল ও বামেদের সঙ্গেও ১:১ বৈঠকে বসবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আসন রফা দ্রুত শেষ করতে তৎপর তৃণমূল কংগ্রেস। আসন রফা সম্পন্ন করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ও বেধে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। এই সময়ের মধ্যে কংগ্রেস আসনরফা সম্পূর্ণ না করলে তৃণমূল এককভাবে প্রার্থী দেবে বলে জানিয়েছিল। যদিও সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। তবে আসন রফা সম্পূর্ণ করার নির্দিষ্ট দিন ঘোষণা করে কংগ্রেস তৃণমূল-সহ সব শরিক দলতে বার্তা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

যদিও বঙ্গে আসন-রফা নিয়ে ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বিরোধ প্রকাশ্যে এসেছে। কংগ্রেসকে মাত্র ২টি আসন ছাড়ার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন রফা কী হয়, সেটাই দেখার!

Next Article
Viral Video: বিরিয়ানির সঙ্গে বিয়ার, সপ্তম শ্রেণির ছাত্রদের বর্ষবরণ ঘিরে তুমুল বিতর্ক
Bharat Jodo Yatra: পশ্চিমবঙ্গে ৫ দিন ধরে ৭ জেলায় ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ করবেন রাহুল, সামিল হবে তৃণমূল?