Chhattisgarh : দেশ জুড়ে ভরাডুবির মধ্যেও ছত্তীসগঢ়ে গড় বাঁচাল কংগ্রেস, বিশাল ব্যবধানে জয় উপনির্বাচনে

Chhatishgarh : ছত্তীসগঢ়ের উপনির্বাচনে জয় পেল কংগ্রেস। প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে সেখানে জিতেছে কংগ্রেস।

Chhattisgarh : দেশ জুড়ে ভরাডুবির মধ্যেও ছত্তীসগঢ়ে গড় বাঁচাল কংগ্রেস, বিশাল ব্যবধানে জয় উপনির্বাচনে
ফাইল ছবি

| Edited By: অঙ্কিতা পাল

Apr 16, 2022 | 9:36 PM

রায়পুর : দেশ জুড়ে নিভু নিভু আলোয় নিজেদের বাতি টিকিয়ে রাখতে সক্ষম হল দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি। ২২-র বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যের কোথাওই মাথা তুলে দাঁড়াতে পারেনি কংগ্রেস। রাজনীতির ময়দানে কংগ্রেসের যেখানে জনপ্রিয়তা নিম্নগামী সেই পরিস্থিতিতে কংগ্রেসের ঘরে এল এক নয়া জয়। ছত্তীসগঢ়ের উপনির্বাচনে নিজেদের গড় বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে কংগ্রেস। পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্রের পাশাপাশি ছত্তীসগঢ়েও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। শনিবার হল তার ফলাফল প্রকাশ। ছত্তীসগঢ়ের খাইরাগড় বিধানসভাকেন্দ্রে জয় পেয়েছে কংগ্রেস।

ছত্তীসগঢ়ে বর্তমানে কংগ্রেসের সরকারই রয়েছে। ২২-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস যেভাবে ধরাশায়ী হয়েছে সেখানে নিজেদের জায়গা টিকিয়ে রাখতে পারাতেও আশার আশার আলো কংগ্রেসের ঘরে। ছত্তীসগঢ়ের খাইরাগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক জনতা কংগ্রেস ছত্তীসগঢ়ের (জে) নেতা দেবব্রত সিং গত বছর নভেম্বরে মারা যান। তারপরই এই কেন্দ্র বিধায়কহীন হয়ে পড়ে। সম্প্রতি উপনির্বাচন অনুষ্ঠিত হয় এই কেন্দ্রে। এদিন ফলাফলে দেখা গিয়েছে ২০,১৭৬ ভোট নিয়ে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের যশোদা নীলাম্বর বর্মা। তিনি পরাজিত করেছেন ভারতীয় জনতা পার্টির কোমল জঙ্ঘেল।

উল্লেখ্য, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে সরকার গঠন করে কংগ্রেস। ৯০ টি আসন সমন্বিত ছত্তিশগড় বিধানসভায় ৬৮ টিতেই জয় পেয়েছিল তারা। এদিকে এই নিয়ে চারটি উপনির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। বর্তমানে কংগ্রেসের বিধায়ক সংখ্য়া ৭১। উল্লেখ্য,উপনির্বাচনের প্রচারে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল যে জিতে আসলে খাইরাগড়কে একটি নতুন জেলা বানাবে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান বিজেপি নেতা রমন সিং দাবি করেছেন কংগ্রেসের এহেন প্রতিশ্রুতির কারণেই তারা এই উপনির্বাচনে জিতেছে।

আরও পড়ুন : RJD : ‘সেদিন আর বেশি দূরে নেই…,’ বিহারে উপনির্বাচনে জয়ের পর আত্মবিশ্বাসী আরজেডি

আরও পড়ুন : AQIS : পড়শি রাজ্য থেকে গ্রেফতার ৬ সন্দেহভাজন আলকায়দা জঙ্গি

আরও পড়ুন : PM Modi : ‘২৫ বছরেই ঘুচবে বেকারত্বের জ্বালা,’ হনুমান জয়ন্তীতে নতুন দিশা মোদীর