Karnataka: কুকুরের কামড়ে মৃত্যু হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ? আদালতে প্রস্তাব কর্নাটক সরকারের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 15, 2023 | 11:09 PM

এ বিষয়ে বিচারপতি প্রসন্ন বি ভারালে এবং বিচারপতি কৃষ্ণা এস দিক্ষীতের ডিভিশন বেঞ্চ বলেছেন, “এ বিষয় নিয়ে যাই সিদ্ধান্ত নেওয়া হোক। তা প্রয়োগের আগে জনগণের মধ্যে সর্বাত্মক প্রচার দরকার। এ জন্য সরকার লিফলেট বিলি করতে পারে, টিভি চ্যানেল, সিনেমা হলের মতো জায়গাতেও প্রচার করতে পারে। সেই সঙ্গে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।”

Karnataka: কুকুরের কামড়ে মৃত্যু হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ? আদালতে প্রস্তাব কর্নাটক সরকারের
প্রতীকী ছবি

Follow Us

বেঙ্গালুরু: কুকুরের কামড়ে কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করছে কর্নাটক সরকার। কুকুরের কামড়ে আহতদের জন্য পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ। সম্প্রতি কর্নাটকের অতিরিক্ত মুখ্য সচিবের নেতৃত্বে নগরউন্নয়ন দফতর এ নিয়ে একটি বৈঠক করেছে। বুধবার তার রিপোর্ট কর্নাটক হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে সর্বসম্মত পরিকল্পনা বানাতে আরও একটি বৈঠক করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সেই বৈঠক করা হবে।

অ্যানিল্যাল বার্থ কন্ট্রোল (ডগস) রুলস, ২০০১ কার্যকর করা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি কর্নাটক সরকারকে নির্দেশ দিয়েছে কর্নাটক হাইকোর্ট। সেখানে বলা হয়েছে, এ সংক্রান্ত যে কোনও ঘোষণা জনমানসে ব্যাপক ভাবে প্রচার করতে হবে। এ বিষয়ে বিচারপতি প্রসন্ন বি ভারালে এবং বিচারপতি কৃষ্ণা এস দিক্ষীতের ডিভিশন বেঞ্চ বলেছেন, “এ বিষয় নিয়ে যাই সিদ্ধান্ত নেওয়া হোক। তা প্রয়োগের আগে জনগণের মধ্যে সর্বাত্মক প্রচার দরকার। এ জন্য সরকার লিফলেট বিলি করতে পারে, টিভি চ্যানেল, সিনেমা হলের মতো জায়গাতেও প্রচার করতে পারে। সেই সঙ্গে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।”

রাস্তার কুকুরকে অনেকেই খাওয়ান। কিন্তু বেশ কিছু জায়গায় কুকুরকে খাওয়ানো বাচ্চা এবং বয়স্কদের সমস্যায় ফেলতে পারে বলে মনে করছে আদালত। এ বিষয় নিয়েই কর্নাটক সরকারকে বিষয়টি দেখতে বলেছিল আদালত। সেই প্রেক্ষিতেই সরকারের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এখন বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা নিয়ে নজর থাকবে সকলের।

Next Article