The Delhi Files : কাশ্মীর ফাইলসের পর বিবেকের ‘দিল্লি ফাইলস’ নিয়ে বাড়ছে বিতর্ক, ছবির প্লট নিয়ে কড়া নিন্দা শিখ সংগঠনের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Apr 20, 2022 | 4:13 PM

মহারাষ্ট্রের শিখ সংগঠনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ মহারাষ্ট্রের শিখ সংগঠনের। 'আমি আমার বিবেকের কথা শুনেই ছবি বানাব', সাফ জবাব বিবেকের।

The Delhi Files : কাশ্মীর ফাইলসের পর বিবেকের দিল্লি ফাইলস নিয়ে বাড়ছে বিতর্ক, ছবির প্লট নিয়ে কড়া নিন্দা শিখ সংগঠনের
ছবি - দিল্লি ফাইলস নিয়ে বাড়ছে বিতর্ক

Follow Us

নয়া দিল্লি : চলতি বছরের বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। সেই সঙ্গে কাশ্মীর ইস্যুতে কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) নিয়ে দানা বেঁধেছে নয়া বিতর্ক। বছরের সবথেকে জনপ্রিয় ছবির তালিকায় শীর্ষস্থানে উঠে পড়েছে এই ছবি। সিনে দুনিয়ায় কাশ্মীর ফাইলসের দারুণ সাফল্যের পর ইতিমধ্যেই নতুন ছবি ‘দ্য দিল্লি ফাইলসের’ (The Delhi Files) ঘোষণা করে দিয়েছেন পরিচালক। আর তারপর থেকেই তা নিয়ে গোটা গোটা দেশে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই আবহেই এবার বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি তৈরির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হল মহারাষ্ট্রের শিখ সংগঠনের তরফে। তাদের সাফ দাবি এই ধরণের ‘বিতর্কিত’, ‘দুর্ভাগ্যজনক’ ইস্যু নিয়ে ছবি বানিয়ে কোনোভাবেই সামাজিক স্থিতাবস্থা নষ্ট করা উচিৎ নয়।

বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবিটি মূলত ১৯৮৪ সালে শিখ-বিরোধী হিংসার প্রেক্ষাপটেই তৈরি হবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। যদিও পরিচালকও এখনও পর্যন্ত ছবির মূল বিষয়বস্তুর বিষয়ে নির্দিষ্ট ভাবে কিছু জানাননি। যদিও তারপরেও জল্পনায় জল এখনও পড়েনি। তার আগেই ছবির প্লট নিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেল শিখ সংগঠনের তরফে। এমনকী এই বিষয়ে ইতিমধ্যেই সংগঠনের তরফে একটি বিবৃতিও জারি করা হয়েছে। তাতে সাফ লেখা হয়েছে, ‘সৃজনশীল কাজ এবং ব্যক্তিগত মুনাফার কারণে শিখ বিরোধী হিংসার মতো মানবজাতির এই দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করা উচিৎ নয়’। এমনকী এই ধরণের হিংসাত্মক ঘটনার এর বাণিজ্যিকীকরণও কোনও ভাবেই কাম্য নয় বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে। যদিও এই প্রসঙ্গে বিবেকের দাবি একজন পরিচালক হিসাবে বিবেকের ডাকে সাড়া দিয়ে যে কোনও ইস্যু নিয়ে ছবি বানানোর অধিকার রয়েছে তাঁর। তবে ছবির নাম সামনে এলেও তিনি যে এখনও মূল প্লট সামনে আনেননি সে কথাও নতুন করে মনে করাতে ভোলেননি এই ‘বিতর্কিত’ পরিচালক।

‘দ্য দিল্লি ফাইলস’ নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে বিবেক বলেন, ‘আমি জানিনা কোন সংগঠন এর বিরোধিতা করছে। আমি একজন ভারতীয়। আমি একটি সার্বভৌম দেশে বাস করে। আর সেই অধিকার বলেই আমি যে কোনও ইস্যু নিয়ে নিজের মতামত প্রকাশ করতে পারি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে ধরনের ছবি বানানো দরকার আমি তা বানাব। আমার বিবেক যা বানাতে বলবে আমি তা বানাবই। আমি কোনও সংগঠনের চাকর নই যে তাঁদের কথা আমাকে শুনতে হবে। ইতিমধ্যেই ঘোষণা করেছি আমি কোন ছবি বানাতে চলেছি। যা নিয়ে অনেকেই জল্পনা ছড়াচ্ছেন। তারা সেটা করতেই পারেন। কিন্তু ছবিটি দর্শকদের দেখানো যায় কি যায়না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিএফসি’।

Next Article