AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রোমাঞ্চিত’ মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক নমোর, উঠে এলে চিন প্রসঙ্গ

বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই ৩০টি ড্রোন কেনার খবরে রীতিমতো ঘুম উড়েছে চিন ও পাকিস্তানের (Pakistan)।

'রোমাঞ্চিত' মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক নমোর, উঠে এলে চিন প্রসঙ্গ
ছবি- টুইটার
| Edited By: | Updated on: Mar 20, 2021 | 11:59 AM
Share

নয়া দিল্লি: জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একাধিকবার কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বারবার উঠে এসেছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও জলবায়ু পরিবর্তন-সহ একাধিক সমস্যার কথা। কয়েক দিন আগে কোয়াড বৈঠকে বাইডেনের সঙ্গে টিকা নিয়েও আলোচনা হয়েছে নরেন্দ্র মোদীর। এ বার মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গেও বৈঠক সারলেন নমো। তিন দিনের সফরে ভারতে এসেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। শুক্রবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি।

ভারত সফর শেষ করে লয়েড অস্টিন যাবেন জাপান ও দক্ষিণ কোরিয়ায়। অস্টিনের সঙ্গে বৈঠকের পর টুইট করে নরেন্দ্র মোদী লেখেন, “লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক হয়েছে। আমার শুভ কামনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানাতে বলেছি। ভারত ও আমেরিকা কৌশলগত অংশীদারিত্বে রয়েছে যা বিশ্বের জন্য ভাল।” টুইট করে লয়েড অস্টিন লিখেছেন, “ভারতে এসে রোমাঞ্চিত। প্রতিরক্ষায় দুই দেশের বোঝাপড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সব সমস্যার সঙ্গে লড়াইয়ের জন্য আমরা একসঙ্গে কাজ করব।”

বিবৃতি দিয়ে আমেরিকা জানিয়েছে, প্রতিরক্ষা সচিব অস্টিনের সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের আধিকারিকদের সঙ্গে লয়েড অস্টিনের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের আগ্রাসন, লাদাখ, সন্ত্রাসবাদ-সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। শুক্রবার রাতেই লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক হয়েছে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা তাঁর। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন অস্টিন।

কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছে ভারতের আমেরিকার কাছ থেকে ৩০টি অস্ত্রবাহী ড্রোন কেনার কথা। বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই ৩০টি ড্রোন কেনার খবরে রীতিমতো ঘুম উড়েছে চিন ও পাকিস্তানের। কারণ এতদিন ভারতে যে ড্রোন ছিল তাতে স্রেফ নজরদারি করা যেত, কিন্তু নতুন ড্রোনের মাধ্য়মে হামলাও করতে পারবে ভারতের সেনা। ট্রাম্প আমল থেকেই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। প্রতিরক্ষায় আমেরিকার অন্যতম সঙ্গী হয়ে উঠেছে ভারত। ট্রাম্প আমলের সেই ধারা বাইডেন আমলেও অব্যাহত।

আরও পড়ুন: ৪০ হাজারের গণ্ডি পার দৈনিক সংক্রমণে, সকলকে টিকাকরণে এখনও ‘না’ কেন্দ্রের