জেলে মাসে দু’বার মাটন, দু’বার চিকেন! মাসে দেড় লাখ উপার্জন করা প্রজ্বল এখন কত টাকা পাবেন?

Ex MP Prajwal Revanna: বাকি কয়েদিদের মতো প্রতিদিন ভোর সাড়ে ৬টায় উঠতে হবে প্রজ্বল রেভান্নাকে। এরপর শরীরচর্চা, তারপর প্রাতঃরাশ। সকাল সাড়ে ১১ টা থেকে ১২ টার মধ্যে দুপুরের খাবার দেওয়া হয়।

জেলে মাসে দুবার মাটন, দুবার চিকেন! মাসে দেড় লাখ উপার্জন করা প্রজ্বল এখন কত টাকা পাবেন?
প্রজ্বল রেভান্না।Image Credit source: PTI

|

Aug 06, 2025 | 1:33 PM

বেঙ্গালুরু: এই গত বছরও প্রজ্বল রেভান্নার মাসিক বেতন ছিল ১.২ লাখ। এটা শুধু তাঁর বেসিক স্যালারি। এর সঙ্গে আরও অ্যালাওয়েন্স বা ভাতা পেতেন সাংসদ হিসাবে। তবে সেই সাংসদ পদ চলে গেল একটা মারাত্মক অভিযোগ ওঠার পর। ধর্ষণের অভিযোগ। ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্না। এবার শুরু হচ্ছে তাঁর কারাবাস। এখন তিনি মাসে আয় করবেন মাত্র ৫৪০ টাকা। তাও কায়িক শ্রম করে।

বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলই এখন ঠিকানা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো প্রজ্বল রেভান্নার। তিনি এখন কয়েদি নম্বর ১৫৫২৮। সপ্তাহে ৬ দিন, ৮ ঘণ্টা ডিউটি করে তাঁর মাসিক আয় হবে ৫৪০ টাকা।  তবে এখনও তাঁকে কোনও কাজ নির্দিষ্ট করে দেওয়া হয়নি।

জেল সূত্রে খবর, প্রথম যে কয়েদিরা আসে, তাদের বেকারি বা সেলাইয়ের কাজই দেওয়া হয়। এক বছর পরে তাদের অন্য কাজ দেওয়া হয়।

বাকি কয়েদিদের মতো প্রতিদিন ভোর সাড়ে ৬টায় উঠতে হবে প্রজ্বল রেভান্নাকে। এরপর শরীরচর্চা, তারপর প্রাতঃরাশ। সকাল সাড়ে ১১ টা থেকে ১২ টার মধ্যে দুপুরের খাবার দেওয়া হয়। সন্ধে সাড়ে ৬টার মধ্যে সকল বন্দিদের ব্যারাকে ফিরে আসতে হয়।

লাঞ্চ ও ডিনারে রুটি, রাগি বল, সাম্বার, হোয়াইট রাইস, বাটারমিল্ক দেওয়া হয়। প্রতি মঙ্গলবার করে ডিম দেওয়া হয়। মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার করে মাটন দেওয়া হয়। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার চিকেন পরিবেশন করা হয়।

বাকি কয়েদিদের মতো প্রজ্বল সপ্তাহে দুইবারই ফোন কল করতে পারবেন। তাও ১০ মিনিটের জন্য। জেলের নিয়ম অনুযায়ী, সপ্তাহে একবারই তাঁর পরিবার বা বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন।