Video: বলল দুবাই, ‘আব কি বার, ৪০০ পার’, কৃতজ্ঞ প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 01, 2023 | 8:41 AM

Modi in Dubai: হোটেলের বাইরে তাঁকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। উত্সাহী জনতা প্রধানমন্ত্রীর জন্য নৃত্য-গীতও পরিবেশন করেন। প্রধানমন্ত্রীকে সেই সাংস্কৃতিক অভ্যর্থনা উপভোগ করতে দেখা গিয়েছে। প্রবাসী ভারতীয়দের 'মোদী, মোদী', এবং এবং 'বন্দে মাতরম' বলে স্লোগান দিতে শোনা যায়।

Video: বলল দুবাই, আব কি বার, ৪০০ পার, কৃতজ্ঞ প্রধানমন্ত্রী
দুবাইয়ে দুর্দান্ত অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী মোদী
Image Credit source: ANI

Follow Us

দুবাই: বিদেশে যেখানেই যান, সেখানকার প্রবাসী ভারতীয়রা তাঁদের ভালবাসা দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দুবাইয়েও তার ব্যতিক্রম হল না। রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে যোগ দিতে, বৃহস্পতিবার রাতেই সংযুক্ত আরব আমিরশাহির দুবাই শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। হোটেলের বাইরে তাঁকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। উত্সাহী জনতা প্রধানমন্ত্রীর জন্য নৃত্য-গীতও পরিবেশন করেন। প্রধানমন্ত্রীকে সেই সাংস্কৃতিক অভ্যর্থনা উপভোগ করতে দেখা গিয়েছে। প্রবাসী ভারতীয়দের ‘মোদী, মোদী’, এবং এবং ‘বন্দে মাতরম’ বলে স্লোগান দিতে শোনা যায়। এমনকি, ‘আব কি বার, মোদী সরকার’ এবং ‘আব কি বার ৪০০ পার’ স্লোগানও শোনা গিয়েছে। অর্থাৎ, আসন্ন লোকসভা নির্বাচনে মোদী ৪০০-এর বেশি আসনে জয়ী হবেন বলে ইচ্ছা প্রকাশ করলেন প্রবাসীরা।


সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এর জন্য প্রবাসী ভারতীয়দের কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি জানিয়েছেন, দুবাইয়ে ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনা, প্রবাসী ভারতীয়দের প্রাণবন্ত সংস্কৃতি এবং দুই দেশের শক্তিশালী বন্ধনের প্রমাণ। তিনি আরও বলেছেন, পৃথিবীকে আরও ভাল গ্রহ হিসেবে গড়তে চায় ভারত। তাই আসন্ন শীর্ষ সম্মেলনের কার্যক্রমের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী মোদীর। এছাড়া, আরও তিনটি সভায় অংশ নেবেন। এর মধ্যে দুটি সভার সহ-আয়োজক ভারত।


এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমিরশাহিতে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী মোদী, উন্নয়নশীল দেশগুলিকে পর্যাপ্ত অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে একটি বিধান তৈরির আহ্বান জানিয়েছেন। এর ফলে, উন্নয়নশীল দেশগুলি জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে সক্ষম হবে। আরব আমিরশাহি এই গুরুত্বপূর্ণ ইভেন্টের সভাপতিত্ব করছে বলে, আনন্দ প্রকাশ করেছেন তিনি। কারণ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিপদের মোকাবিলায় ভারতের অন্যতম প্রধান মিত্র আমিরশাহি বলে, জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, জি২০ সভাপতি থাকাকালীন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলাকে ভারত অন্যতম অগ্রাধিকারের বিষয়হিসেবে দেখেছিল। তিনি আশা প্রকাশ করেন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং টেকসই উন্নয়নের র জন্য নয়া দিল্লি ঘোষণাপত্রে যে সকল পদক্ষেপের প্রস্তাব উঠে এসেছিল, আসন্ন শীর্ষ সম্মেলনে সেই বিষয়গুলিতে সকলে একমত হবে।

Next Article