Coromandel Express accident: করমণ্ডল দুর্ঘটনায় আটকে গেল বন্দে ভারতের চাকা, গোয়ায় বাতিল যাত্রা শুরুর অনুষ্ঠান

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 03, 2023 | 12:11 AM

শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। কোঙ্কন রেলওয়ের কর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রেক্ষিতে বাতিল করা হল শনিবার গোয়ার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর অনুষ্ঠান।

Coromandel Express accident: করমণ্ডল দুর্ঘটনায় আটকে গেল বন্দে ভারতের চাকা, গোয়ায় বাতিল যাত্রা শুরুর অনুষ্ঠান
বন্দে ভারত এক্সপ্রেস

Follow Us

বালেশ্বর: শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। আশঙ্কা করা হচ্ছে যে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। আর এই দুর্ঘটনার প্রেক্ষিতে বাতিল করা হল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা সূচনার অনুষ্ঠান। শনিবারই, ভার্চুয়াল মাধ্যমে মাড়গাঁও স্টেশন থেকে গোয়ার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসটির যাত্রার সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন রেল দুর্ঘটনার পরই কোঙ্কন রেলওয়ের কর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রেক্ষিতে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সশরীরে মাড়গাঁও স্টেশনে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু, দুর্ঘটনার পর অশ্বিনী বৈষ্ণব ওড়িশায় দুর্ঘটনাস্থলের যাচ্ছেন। তাই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

Next Article