বালেশ্বর: ওড়িশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্বেগ ক্রমশ বাড়ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনের পিছনে ৩টি জেনারেল কোচ, ৫টি স্লিপার কোচ, প্যান্ট্রি কার সহ একাধিক কামরা বেলাইন হয়ে গিয়েছে। জেনারেল কোচ, স্লিপার কোচগুলি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। বহু কামরা মালগাড়ির উপরে উঠে গিয়েছে। আর এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত শতাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়া অনেক কামরার নীচে বহু যাত্রী আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করার চেষ্টা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডলের এক যাত্রী ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়ে ট্রেনটি থেমে গেল।” তারপর যখন ঘটনাটি স্পষ্ট হল, ততক্ষণে বহু যাত্রী দুর্ঘটনার কবলে পড়েছেন। এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। তারপর রেল আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে হতাহত যাত্রীদের উদ্ধার করেন।
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের। তারপর এই দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে যায় ডাউন যশবন্তপুর এক্সপ্রেস সহ আরও একটি প্যাসেঞ্জার ট্রেন। ভয়াবহ এই দুর্ঘটনায় বহু যাত্রী কামরার নীচে আটকে রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে ওড়িশা সরকার। গ্যাস কাটার দিয়ে বগি কেটে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।
অন্যদিকে, এই দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখায় এখনও পর্যন্ত ৫টি ট্রেন বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, পুরী এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরী স্পেশাল, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস এবং চেন্নাই মেল।