Corona Cases and Lockdown News: আক্রান্ত ছাড়াল ১ লক্ষ ৩০ হাজার, দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: ঋদ্ধীশ দত্ত

Apr 10, 2021 | 12:09 AM

করোনার দ্বিতীয ধাক্কায় নাজেহাল গোটা দেশ। প্রত্য়েক দিন রেকর্ড ভেঙে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। বৃহস্পতিবারই জরুরি বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

Corona Cases and Lockdown News: আক্রান্ত ছাড়াল ১ লক্ষ ৩০ হাজার, দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল
ফাইল ছবি

Follow Us

দেশবাসীর উদ্বেগ বাড়িয়ে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের (covid cases) সংখ্যা। বুধবার নতুন আক্রান্তের সংখ্য়া ছিল ১ লক্ষ 26 হাজার,বৃহস্পতিবার সেই  সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গেল। কোথাও লকডাউন (Lockdown), কোথাও নৈশ কার্ফু (night curfew) জারি করা হচ্ছে। বাংলাতেও ছবিটা উদ্বেগজনক। শুধুমাত্র কলকাতায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭১৬ জন।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Apr 2021 06:33 PM (IST)

    দিল্লিতে বন্ধ হল সমস্ত স্কুল

    রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। আগামিকাল থেকেই বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। কবে খোলা হবে, সে বিষয়ে কিছু জানায়নি রাজ্য প্রশাসন।

    বিস্তারিত পড়ুন: করোনার কামড় রাজধানীতেও, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল সমস্ত স্কুল

  • 09 Apr 2021 02:48 PM (IST)

    দিল্লির এইমসে করোনা আক্রান্ত চিকিৎসক সহ ৩২ স্বাস্থ্যকর্মী

    এইমসেও করোনা হানা। এক সপ্তাহের মধ্যেই দিল্লির এইমস হাসপাতালে করোনা আক্রান্ত হলেন ৩২ জন স্বাস্থ্যকর্মী। এদের মধ্যে হাসপাতালের চিকিৎসকেরাও রয়েছেন।  এর আগে বৃহস্পতিবারই স্যার গঙ্গারাম হাসপাতালেও ৩৭ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন।


  • 09 Apr 2021 11:12 AM (IST)

    দ্রুততম টীকাকরণের প্রথম ভারত

    সবথেকে দ্রুত টীকাকরণের ক্ষেত্রে আমেরিকাকেও ছাপিয়ে গেল ভারত। বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রথমেই নাম উঠে এল ভারতের।

  • 09 Apr 2021 11:07 AM (IST)

    ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা

    গত ২৪ ঘন্টায় ভারতের নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৩১,৯৬৮ জন। মৃত্যু হয়েছে ৭৮০ জনের। শুক্রবার সকালে এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১,৩০,৬০,৫৪২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১,১৯,১৩,২৯২ জন।