দেশে ফের কিছুটা কমল করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন। একদিনে সংক্রমণে মৃত্যু হয়েছে ৭২৪ জনের, অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৬৪৯ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৮ লক্ষ ৭৪ হাজৈর ৩৭৬-এ। এরমধ্যে করোনা সংক্রমণকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৪ হাজার ৭১৩ জন। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৮৯৯। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
করোনা সংক্রমণের কারণে পুরীতে দর্শনার্থীদের প্রবেশে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। দু’দিনের কার্ফুও জারি করা হয়েছে পুরীতে। কেবল টিকাপ্রাপ্ত মন্দিরের পুরোহিত ও সেবাইতদের নিয়েই আয়োজন করা হয়েছে রথযাত্রার।
#WATCH | Lord Jagannath Rath Yatra to be held, without the participation of devotees today in Odisha's Puri pic.twitter.com/VB1x0Lmqcj
— ANI (@ANI) July 12, 2021
করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই পাহাড়ে ঢল নেমেছে পর্যটকদের। বিশেষ করে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভিড় চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে করোনাবিধি অনুসরণ করাতে ফের একবার কঠোর হল পুলিশ।
Uttarakhand | In the view of a huge footfall of tourists in Nainital, police intensify checking to strictly enforce COVID-related guidelines (11.09) pic.twitter.com/tHEobJYVpy
— ANI (@ANI) July 12, 2021
ওড়িশায় ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৬৩ জনের। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২৪ হাজার ৫৬৭।
COVI19 | Odisha reported 1,993 new cases, 63 deaths and 2,824 recoveries yesterday; active cases 24,567
— ANI (@ANI) July 12, 2021