দেশে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি. দৈনিক আক্রান্তের সংখ্য়া রোজই তিন লাখের গণ্ডি পার করছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৩৪১৭ জনের। তবে বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৭৩২ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬২ লক্ষ ৯৩ হাজার ৩ জন। বর্তমানে দেশে সক্রিয়. রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
এ দিন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দফতরের মাধ্যমে জানানো হয়, আগামী ৫ মে থেকে ১৪ দিনের জন্য রাজ্যে আংশিক কার্ফু জারি হচ্ছে।
A partial curfew will remain imposed in Andhra Pradesh for 14 days starting May 5: Chief Minister’s Office
— ANI (@ANI) May 3, 2021
শ্মশানে জায়গা নেই, ৫-৬ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে মৃতদেহ সৎকারের জন্য। শ্মশানে মৃতদেহ রাখার জায়গাটুকুও নেই বলে অভিযোগ আগত ব্যক্তিদের।
Delhi: People complain about COVID guidelines not being followed at Ghazipur crematorium.
“There’s no space to keep corpses. The crematorium is fully crowded. Officials are also overburdened. We’ve to wait for 5-6 hrs for cremating the body,” says Omprakash pic.twitter.com/6cxRrSUYuy
— ANI (@ANI) May 3, 2021
গোপন সূত্রে খবর পেয়ে হানা দিতে হাতেনাতে কালোবাজারি ধরল দিল্লি পুলিশ। কালোবাজারি করে অক্সিজেন কনসেনট্রেটর বিক্রির অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১১৫টি অক্সিজেন কনসেনট্রেটর, দুটি গাড়ি ও ৪ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
Delhi Police busted a black-marketing racket involved in hoarding/selling oxygen concentrators & arrested 4 people. 115 oxygen concentrators, two cars & Rs 4,90,000 cash recovered: Police
— ANI (@ANI) May 3, 2021
যে সমস্ত স্বাস্থ্যকর্মী ১০০ দিন কোভিড ডিউটি করবেন, তাদের প্রধানমন্ত্রীর তরফে কোভিড জাতীয় পরিষেবা সম্মান দেওয়া হবে।
Medical personnel completing 100 days of Covid duties will be given Prime Minister’s Distinguished Covid National Service Samman: Prime Minister’s Office
— ANI (@ANI) May 3, 2021
মিরাটে গতকাল একটি বেসরকারি হাসপাতালে পাঁচজন করোনা রোগীর মৃত্যু হয়। এরপরি পরিবারের লোকজন হাসপাতালে অশান্তি ও ভাঙচুর শুরু করে। তাঁদের অভিযোগ, কিছু সময়ের জন্য অক্সিজেন পরিষেবা ব্যহত হওয়ায় রোগী মৃত্যু হয়েছে।
Meerut | Family members created ruckus after 5 patients died at a private hospital yesterday.
“Patients who died were co-morbid. Family members alleged that oxygen supply was disrupted for some time. The allegations are a matter of investigation,” said Akhilesh Mohan, CMO pic.twitter.com/WEUk8aLUEw
— ANI UP (@ANINewsUP) May 3, 2021
ভ্যাকসিনের খরা কাটিয়ে অবশেষে নির্ধারিত দিনের দুদিন পরে শুরু হল তৃতীয় দফার করোনা টিকাকরণ। এই দফায় ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। ওড়িশা সরকারের তরফে বিনামূল্যে এই টিকা দেওয়ার ঘোষণা করা হয়েছে।
Odisha: #COVID19 vaccination starts for people above 18 years of age at Unit-4 Urban Community Health Center in Bhubaneswar pic.twitter.com/dO8WREAptm
— ANI (@ANI) May 3, 2021