দেশে এক ধাক্কায় ফের কিছুটা বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন, যা গতকালের তুলনায় ১১ শতাংশ বেশি। অন্যদিকে গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৪ জন। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে করোনা নিয়ে ফের একবার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, ওমিক্রনই শেষ নয়, এরপরও করোনার নতুন ভ্যারিয়েন্ট আসতে পারে এবং তা আরও বেশি সংক্রামক রূপ ধারণ করতে পারে। সম্প্রতি সিডিসির একটি গবেষণায় দেখা গিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর ছোটদের মধ্যে মধুমেহে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ছে। করোনা ও ওমিক্রন সংক্রমণ সংক্রান্ত যাবতীয় খবর দেখে নিন একনজরে-
করোনার বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য পেল গোয়া। গোয়ার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১০০ শতাংশকেই করোনা টিকার দুটি ডোজ় দেওয়া হয়ে গিয়েছে। বুধবার এমনটাই জানাল স্বাস্থ্যমন্ত্রক। এই কারণেই গোয়ার স্বাস্থ্য দফতর সব করোনা টিকাকরণ কেন্দ্রগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ।
দেশের করোনা সংক্রমণ কমতির দিকে। এখনও বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড বিধিনিষেধ জারি রয়েছে। এই আবহে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড বিধি কার্যকর বা শিথিল করা সিদ্ধান্ত পুর্নবিবেচনার আর্জি জানালো কেন্দ্র। কোভিড সংক্রমণের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
জার্মানির ভ্যাকসিন নির্মাতা সংস্থা বায়োএনটেক শিপিং কন্টেইনার দ্বারা তৈরি একটি ভ্যাকসিন কারখানা তৈরি করেছে এবং সেটি আফ্রিকাতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে পিছিয়ে পড়া দেশগুলিকে করোনা টিকা দিয়ে সাহায্যের কথা বলা হয়েছিল, সেই পদক্ষেপের অঙ্গ হিসেবেই জার্মানির এই সিদ্ধান্ত।
দিল্লি পুলিশকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা কালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য দিল্লি পুলিশের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দিল্লি দাঙ্গাতে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য দিল্লি পুলিশকে ধন্যবাদ জানান অমিত শাহ।
বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিগত দুই বছরে সাধারণ মানুষের জীবনে এসেছে আমুল পরিবর্তন। ছোট থেকে বড়, সকলের জীবনশৈলিতেই এসেছে বদল। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ছোটরাও করোনার থাবা থেকে মুক্তি পায়নি। দেশে যে সময়ে ধীরে ধীরে সংক্রমণ কমছে, তখনই উদ্বেগজনক তথ্য জানালেন গবেষকরা। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে করা সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, বড়দের পাশাপাশি ১৮ অনুর্ধ্বদের মধ্যেও মধুমেহ বা ডায়েবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে।
বিস্তারিত পড়ুন: Diabetes Risk Increasing in Children: সদ্য করোনামুক্ত হয়েছে বাড়ির খুদেরা? বাড়ছে মধুমেহে আক্রান্ত হওয়ার সম্ভাবনা
দেশে ধীরে ধীরে কমছে সংক্রমণের হারও। বর্তমানে দেশে সংক্রমণের হার ২.৪৫ শতাংশে কমে দাঁড়িয়েছে।
দেশে সামান্য কমল সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ২৪০ জন।
সামান্য কমল দেশের দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৪ জনের।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৯৮৮ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ১৮ লক্ষ ৪৩ হাজার ৪৪৬।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন, যা গতকালের তুলনায় ১১ শতাংশ বেশি।