Corona Virus: দেশে পরপর তিনদিন নিম্নমুখী করোনা গ্রাফ, ৬ হাজারে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা

Covid-19 Cases: দেশে পরপর তিনদিন ধরে কমল দৈনিক করোনা ভাইরাসে (Corona Virus) আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত নথি অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬৬০।

Corona Virus: দেশে পরপর তিনদিন নিম্নমুখী করোনা গ্রাফ, ৬ হাজারে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা
প্রতীকী ছবি Image Credit source: PTI

| Edited By: অঙ্কিতা পাল

Apr 25, 2023 | 10:41 AM

নয়া দিল্লি: এপ্রিলের প্রথম থেকেই দেশে হু হু করে বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা (Corona Infection)। মাঝে একেবারে ১২ হাজারের গণ্ডিও পেরিয়েছিল দৈনিক সংক্রমণ। তবে গত দু’ তিনদিন ধরে ফের নিম্নমুখী করোনা আক্রান্তের সংখ্যা। ফলে স্বস্তিতে দেশবাসী। আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত নথি অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬৬০। গতকালের থেকে আজ প্রায় ৫০০ মতো কম দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল করোনা আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৭১৮ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে আজ অবধি সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ হাজার ৩৮০। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ২১৩ জন। এই নিয়ে পরপর তিনদিন কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্য়া ছিল ৭ হাজার ১৭৮। আর রবিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ১১২ জন। শনিবার সংখ্যাটা ছিল ১২ হাজার ১৯৩। তার তুলনায় আজ অনেকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮৯ জন। সেখানে পজিটিভিটি রেট রয়েছে ২৯.৪২ শতাংশ। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২২৬। সেখানে তার আগের দিন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৫০। এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও খবর মেলেনি। এদিকে করোনা আক্রান্ত হলেও পরিস্থিতি উদ্বেগজনক নয়, তা বারংবার বলছেন বিশেষজ্ঞরা। দেশে বর্তমানে দৈনিক কোভিড পজিটিভিটি রেট রয়েছে ৩.৫২ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৫.৪২। যেখানে সুস্থতার হার রয়েছে ৯৮.৬৭ শতাংশ।