
নয়া দিল্লি: দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিডের গ্রাফ (Covid-19 Graph)। গত ছয় মাসের সংক্রমণের রেকর্ড ভেঙে প্রথম দৈনিক সর্বোচ্চ সংক্রমণ হয় রবিবার। এবার সেই রেকর্ডও ভেঙে গেল। দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৪ হাজারের গণ্ডি পেরোল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কর্তৃক প্রকাশিত নথি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩৫ জন। গতকালের থেকে অনেকটাই বেশি। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৩৮ জন।
দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৯১। বর্তমানে কোভিড পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৩.৩৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১ লক্ষ ৩১ হাজার ৮৬ টি কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজিটিভ এসেছে ৪ হাজার ৪৩৫ টি। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হলেও উদ্বেগের কারণ নেই বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। কারণ বর্তমানে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৬ শতাংশ।
এদিকে দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের আবহে খবর মিলেছে, করোনা আক্রান্ত হয়েছেন রাজস্থানের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী। গতকালই অশোক গেহলট ও বসুন্ধরা রাজের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁরা নিজেরাই টুইট করে এ কথা জানিয়েছেন। রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, কেরল সহ একাধিক রাজ্যেও ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।