ছুটির দিনেও চলবে টিকাকরণ, করোনা রুখতে ব্যাপক তৎপর কেন্দ্র

সুমন মহাপাত্র |

Apr 01, 2021 | 2:19 PM

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গোটা এপ্রিল মাস জুড়েই দ্রুত গতিতে করোনা টিকাকরণ চলবে।

ছুটির দিনেও চলবে টিকাকরণ, করোনা রুখতে ব্যাপক তৎপর কেন্দ্র
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: করোনা টিকাকরণে (COVID vaccination) একচুলও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। এপ্রিল থেকেই ৪৫-ঊর্ধ্ব প্রত্য়েককে করোনা টিকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। এর আগে করোনা টিকা স্রেফ ৪৫ ঊর্ধ্ব কো-মর্বিডিটিযুক্তরা ও ষাটোর্ধ্ব প্রবীণরা। কিন্তু নয়া নির্দেশিকা দিয়ে কেন্দ্র জানিয়েছে, ৪৫-ঊর্ধ্ব প্রত্যেকেই এ বার করোনা টিকা পাবেন। সেই টিকাকরণের গতিবেগ আরও বাড়াতে ছুটির দিনেও টিকা দেওয়ার কথা জানাল কেন্দ্র।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গোটা এপ্রিল মাস জুড়েই দ্রুত গতিতে করোনা টিকাকরণ চলবে। টিকাকরণ হবে ছুটির দিনেও। তাই প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সেই মতো তৈরি থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। বিজ্ঞপ্তি জারি করে ছুটির দিনে প্রত্যেক সরকারি ও বেসরকারি ক্ষেত্রে করোনা টিকাকরণ প্রক্রিয়া চালাতে নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

দেশে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। করোনা রুখতে ভ্যাকসিনকেই হাতিয়ার করতে চাইছে কেন্দ্র। তাই যত দ্রুত সম্ভব সকলের কাছে করোনা টিকা পৌঁছে দিতে বারবার প্রয়োজনীয় পদক্ষেপ করছে স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৬ কোটি ৫১ লক্ষ ১৭ হাজার ৮৯৬ জন। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ১ কোটি ২২ লক্ষ ২১ হাজার ৬৬৫। গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৩০ জন। যার ফলে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮৪ হাজার ৫৫।

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট করোনা টিকা পেয়েছেন ৫০ লক্ষ ৯১ হাজার ১০৩ জন। কেন্দ্র ৪৫-ঊর্ধ্ব প্রত্যেকে টিকা দেওয়ার ঘোষণা করার পর রাজ্যের জন্য আরও সাড়ে ১৪ লক্ষ করোনা টিকা পাঠানোর কথা জানিয়েছিল কেন্দ্র।

আরও পড়ুন: Corona Cases and Lockdown News Live: একদিনেই আক্রান্ত ৭২ হাজার, পুণেতে করোনা রোগীর দেহ সৎকার করতে হবে পরিবারকেই

Next Article