Karnataka Resort: ১১ বছরের সন্তানকে হত্যা করে আত্মহত্যা দম্পতির, রিসর্ট থেকে উদ্ধার দেহ

Mysterious death: ১১ বছরের কন্যা সন্তানকে নিয়ে একটি রিসর্টে বেড়াতে গিয়েছিলেন কেরলের দম্পতি। হঠাৎ করেই ঘরের ভিতর থেকে উদ্ধার হল ওই ছোট্ট বালিকা-সহ দম্পতির নিথর দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোদাগু এলাকার একটি বেসরকারি রিসর্টে।

Karnataka Resort: ১১ বছরের সন্তানকে হত্যা করে আত্মহত্যা দম্পতির, রিসর্ট থেকে উদ্ধার দেহ
কর্নাটকের রিসর্ট থেকে উদ্ধার সন্তান-সহ দম্পতির নিথর দেহ।

| Edited By: Sukla Bhattacharjee

Dec 10, 2023 | 7:33 PM

বেঙ্গালুরু: সংসারে বেশ কিছুদিন ধরেই টাকা-পয়সা নিয়ে টানাটানি চলছিল। তার মধ্যেও ১১ বছরের কন্যা সন্তানকে নিয়ে একটি রিসর্টে বেড়াতে গিয়েছিলেন কেরলের দম্পতি (Couple)। হঠাৎ করেই ঘরের ভিতর থেকে উদ্ধার হল ওই ছোট্ট বালিকা-সহ দম্পতির নিথর দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) কোদাগু এলাকার একটি বেসরকারি রিসর্টে। তাঁদের দেহের পাশ থেকে একটি স্যুইসাইড নোট উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মৃত দম্পতির নাম বিনোদ (৪৩) ও জুবি আব্রাহাম (৩৭)। তাঁদের একমাত্র কন্যা সন্তান ছিল জোহান (১১)। কোদাগুর একটি বেসরকারি রিসর্ট থেকে ৩ জনেরই নিথর দেহ উদ্ধার হয়েছে। পরিবারটি চরম আর্থিক সমস্যায় ভুগছিলেন বলে স্যুইসাইড নোটে লিখে গিয়েছেন। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতি কেরলের কোত্তায়ামের বাসিন্দা ছিলেন। অন্যদিকে, পাহাড়ের কোলে অবস্থিত কোদাগুরু জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিনোদ ও জুবি সেখানে রিসর্টে গিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। আত্মহত্যার আগে এই দম্পতি তাঁদের সন্তানকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্তে দম্পতির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং পরিবারের সদস্যরা কোদাগুরু পৌঁছলেই তাঁদের হাতে ৩ জনের দেহ তুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।