
নয়া দিল্লি: চাপানউতোরের শেষ নেই। পুরোদমে চলছে বিতর্ক। তবে খসড়া তালিকাও প্রকাশ করার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। এরইমধ্যে এবার SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দিলে পদক্ষেপ করবে আদালত। সাফ বললেন বিচারপতি জয়মাল্য বাগচি। গত ১ জুলাই ও ২৮ জুলাই পরপর দু’দিন এই মামলায় শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে।
শুনানি পর্বে যাঁরা আবেদনকারী তাঁদের তরফে স্পষ্ট জানানো হয়েছিল পুরো প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিক সুপ্রিম কোর্ট। কিন্তু, দীর্ঘ সওয়াল জবাবের পরেও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। কবে এই মামলার পরের শুনানি হবে এদিন সুপ্রিম কোর্টের সেটাই বলার কথা ছিল। সূত্রের খবর, সেই সময়ই গণহারে নাম বাদ দেওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। কারণ ইতিমধ্যেই বিহারে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার কথা নির্বাচন কমিশনের তরফে খাতায়-কলমে জানিয়ে দেওয়া হয়েছে। আর তখনই এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে দেখা যায় বিচারপতি জয়মাল্য বাগচিকে।
বিচারপতি জয়মাল্য বাগচি সাফ বলেন, “যদি গণহারে নাম বাদ যায়, যাঁরা মারা গিয়েছেন বলে জানানো হচ্ছে তাঁদের মধ্যে এক বা দু’জনকেও যদি জীবিত অবস্থায় পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পদক্ষেপ করবে।” এর সঙ্গেই বলেন, যেহেতু জাতীয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই তাঁদের কাজকর্মের মধ্যে স্বতন্ত্রতা রয়েছে, তাঁদের স্বাধীনতা রয়েছে এই কাজ করার। তা সংবিধান সম্মত। তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে না। কিন্তু যদি কোথায়ও গণহারে নাম বাদ যায় তাহলে সুপ্রিম কোর্ট পদক্ষেপ করবে। ১২ ও ১৩ অগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।