
নয়া দিল্লি: আরও প্রকট হচ্ছে করোনার দাপট। দেশে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। একদিনেই ২ হাজারের গণ্ডি থেকে ৩ হাজারে পৌঁছে গেল করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩৯৫। সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরলে।
নতুন করে একবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। করোনার দুই ভ্যারিয়েন্ট নতুন করে সংক্রমণ ছড়়াচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯৫-এ। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।
সর্বোচ্চ সংক্রমণ কেরলে। সেখানে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৬-এ। এরপরে রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ৪৬৭। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭৫। গুজরাটে আক্রান্তের সংখ্যা ২৬৫, কর্নাটকে ২৩৪।
রাজ্য়েও ক্রমে সংক্রমণ বাড়ছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২০৫। তামিলনাড়ুতে ১৮৫ জন এবং উত্তর প্রদেশে করোনা আক্রান্তের সংখ্য়া ১১৭।
চিকিৎসক-বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যারা সংক্রমিত হচ্ছেন, তাদের মধ্যে অধিকাংশই বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠছেন। ইন্ডিয়ান কাউন্সিল অব মে়ডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেল রাজীব বহেল জানান, দক্ষিণ ও পশ্চিম ভারতে জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা গিয়েছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট এলএফ.১, জেএন.১ ও এনবি.১.৮.১ -র কারণেই সংক্রমণ ছড়াচ্ছে।