বড়দিনে সুখবর, দেশে কমছে করোনা সংক্রমণ! একদিনে আক্রান্ত ২৩,০৬৭

সুমন মহাপাত্র |

Dec 25, 2020 | 2:30 PM

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৭ জন। প্রাণ হারিয়েছেন ৩৩৬ জন।

বড়দিনে সুখবর, দেশে কমছে করোনা সংক্রমণ! একদিনে আক্রান্ত ২৩,০৬৭
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: বর্ষশেষে উৎসবের মরসুম। আনন্দ উল্লাসে করোনা (COVID-19) সংক্রমণের আশঙ্কা ক্রমবর্ধমান। তবে দৈনিক সংক্রমণের তথ্য আপাতত স্বস্তি জোগাচ্ছে। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৭ জন। প্রাণ হারিয়েছেন ৩৩৬ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ১,৯৩০। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৬৬১ জন।

আগের দিনের তুলনায় সংক্রমণ কমেছে ৬.৬ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, বিগত ১২ দিনে একদিনও করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের গণ্ডি ছাড়ায়নি। দেশে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ১ লক্ষ ৪৬ হাজার ৮৪৫ জন। করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ লক্ষ ১৭ হাজার ৮৩৪ জন। দেশে মোট করোনার বলি ১ লক্ষ ৪৭ হাজার ৯২ জন। এখন চিকিৎসাধীন করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ৯১৯।

কয়েকদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছিলেন, জানুয়ারির যে কোনও সপ্তাহেই শুরু হতে পারে করোনা টিকাকরণ। বিশেষজ্ঞ মহলে এ-ও জল্পনা বিদ্যমান যে কয়েক দিনের মধ্যেই কোনও একটি করোনা টিকাকে অনুমোদন দেবে ভারত সরকার। দেশে অনুমোদনের আবেদন চেয়ে আবেদন করেছে ফাইজ়ার, সেরাম ও ভারত বায়োটেক। তবে এপর্যন্ত কোনও টিকাকেই অনুমোদন দেননি ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।

আরও পড়ুন: বড়দিনে কৃষকদের কাছে প্রধানমন্ত্রীকে ‘সান্তা’ বানাতে খামতি নেই বিজেপির

অন্য দিকে দেশে ব্রিটেনের ‘সুপার স্প্রেডার’ করোনা ‘স্ট্রেন’ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ব্রিটেন থেকে করোনার নতুন ‘স্ট্রেন’ আক্রান্ত এক ব্যক্তি এসে দিল্লি থেকে ট্রেনে ভিন রাজ্যে যাতায়াত করেছেন। যার মাধ্যমে দেশে করোনার নতুন ‘স্ট্রেন’ ছড়িয়ে পড়া নিয়ে আশঙ্কা ওয়াকিবহাল মহলে। ব্রিটেনে করোনার যে নতুন ‘স্ট্রেন’ ছড়াচ্ছে তা আগের ৭০ শতাংশ অধিক সংক্রামক। তবে ভ্যাকসিন নির্মাতারা বলছেন, বর্তমান প্রতিষেধক কার্যকরী হবে নতুন এই ‘স্ট্রেন’-এর বিরুদ্ধেও।

Next Article