Omicron Variant Live Update: প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল চিনে, ২০২৪ অবধি দীর্ঘায়িত হতে পারে করোনার রেশ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 19, 2021 | 9:55 AM

দেশে এখনও অবধি ১০১ জন ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে বিশ্বেও ৯৯টি দেশে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে।

Omicron Variant Live Update: প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল চিনে, ২০২৪ অবধি দীর্ঘায়িত হতে পারে করোনার রেশ
দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্য়া।

Follow Us

দেশ তথা বিশ্বে ক্রমশ ছড়িয়ে পড়ছে ওমিক্রন সংক্রমণ। দেশে এখনও অবধি ১০১ জন ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে বিশ্বেও ৯৯টি দেশে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া নিয়ে সতর্ক করেছে কেন্দ্র। করোনা ও ওমিক্রন সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 Dec 2021 01:19 PM (IST)

    নেপালে বাধ্যতামূলক হল ২ সপ্তাহের একান্তবাসের নিয়ম

    ওমিক্রন আতঙ্কের মধ্য়েই সতর্ক হল নেপাল প্রশাসন। ৬৭ টি দেশ থেকে এলেই যাত্রীদের বাধ্য়তামূলকভাবে ২ সপ্তাহ একান্তবাসে থাকার নিয়ম চালু করা হয়েছে।

  • 18 Dec 2021 01:17 PM (IST)

    নভি মুম্বইয়ে একসঙ্গে আক্রান্ত ১৬ স্কুল পড়ুয়া, আতঙ্ক ওমিক্রনের

    মহারাষ্ট্র প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নভি মুম্বইয়ের (Navi Mumbai) একটি স্কুলে করোনা সংক্রমণ ছড়িয়েছে। এখনও অবধি মোট ১৬ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। করোনা আক্রান্ত এক পড়ুয়ার বাবা সম্প্রতিই বিদেশ থেকে ফেরায় ওমিক্রনের আতঙ্কও ছড়িয়েছে।


  • 18 Dec 2021 12:25 PM (IST)

    ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে একদিনে বাড়ল সুস্থ হয়ে ওঠার সংখ্যা, মৃত্যুও কমে ২৮৯

    গোটা দেশের সার্বিক করোনাগ্রাফে সামান্য পরির্বতন লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৪৫ জন। গতকাল সেই সংখ্যাটা ৭ হাজার ৪৪৭ জন। যা গতকালের তুলনায় আরও একটু কম হয়েছে। একদিনে করোনার বলি হয়েছেন ২৮৯ জন।একদিনে সক্রিয় রোগীর সংখ্যা একটুন বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫০। মোট ৮৪ হাজার ৫৬৫ জন সক্রিয় রোগী রয়েছেন। এদিকে,দেশে ৮ হাজার ৭০৬ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭১ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।

    বিস্তারিত পড়ুন: Corona Virus: ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে একদিনে বাড়ল সুস্থ হয়ে ওঠার সংখ্যা, মৃত্যুও কমে ২৮৯

  • 18 Dec 2021 10:10 AM (IST)

    দৈনিক ১৪ লক্ষ মানুষ আক্রান্ত হতে পারেন, সতর্কবার্তা কেন্দ্রের

    দেশের ১১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ওমিক্রন ভ্য়ারিয়েন্ট, আগামিদিনে কী হতে পারে, সে প্রসঙ্গে কোভিড টাস্ক ফোর্সের সদস্য ডঃ ভিকে পাল (VK Paul) বলেন, “আমরা যদি ব্রিটেনের সংক্রমণের হার দেখি, তবে দেখা যাবে, বিপুল সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। ভারতেও যদি একইধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ে, তবে আমাদের দেশের জনসংখ্যর কথা মাথায় রেখে দৈনিক ১৪ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন। ফ্রান্সেই দৈনিক ৬৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, একই ধরনের সংক্রমণ ভারতে ছড়িয়ে পড়লে, আমাদের জনসংখ্যার হিসাবে দৈনিক ১৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হবেন।”

  • 18 Dec 2021 10:09 AM (IST)

    কেরলে বাড়ছে আক্রান্তের সংখ্যা

    কেরলেও নতুন করে খোঁজ মিলল দুইজন ওমিক্রন আক্রান্তের। শুক্রবার রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরত আসা এক দম্পতির শরীরে ওমিক্রনের উপস্থিতি মিলেছে, এই নিয়ে রাজ্যে এখনও অবধি মোট ৭ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই দম্পতির সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং একান্তবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

  • 18 Dec 2021 10:08 AM (IST)

    ২০২৪ অবধি থাকতে পারে করোনা মহামারি

    ওমিক্রনের উদ্বেগের মাঝেই আরও ভয়ের কথা শোনাল ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজ়ার। যেভাবে করোনার রূপ পরিবর্তন হচ্ছে, তাতে আগামী ২০২৪ সাল অবধি দীর্ঘায়িত হতে পারে এই মহামারি, এমনটাই মত বিশেষজ্ঞদের।

  • 18 Dec 2021 10:06 AM (IST)

    চিনেও ছড়িয়ে পড়ল ওমিক্রন

    করোনা সংক্রমণ চিন থেকেই ছড়ালেও, এতদিন ওমিক্রনের ছোঁয়াচ থেকে বেঁচে ছিল। তবে শেষ রক্ষা হল না। চিনের তিয়ানজিং প্রদেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল।

  • 18 Dec 2021 09:59 AM (IST)

    টিকার তিনটি ডোজ় নিয়েও ওমিক্রনে আক্রান্ত মুম্বইয়ের যুবক

    শুক্রবার নতুন করে যে আক্রান্তদের খোঁজ মিলেছে, তাদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক (New York) ফেরত এক যুবক, যিনি করোনার তিনটি টিকা নিয়েছিলেন। ফাইজ়ার(Pfizer)-র করোনা টিকার দুটি ডোজ় ও বুস্টার ডোজ় নেওয়ার পরও ওই যুবক ওমিক্রনে আক্রান্ত হওয়ায়, নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন।