COVID-19 Update: মঙ্গলবারের থেকে সামান্য বাড়লেও ৩ হাজারের গণ্ডিতেই থাকল করোনা সংক্রমণ, কমল সক্রিয় রোগীর সংখ্যাও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 03, 2023 | 12:43 PM

COVID-19 Update: মঙ্গলবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৩২৫। আজ সেই সংখ্যা সামান্য বেড়ে দাঁড়ায় ৩৭২০-তে। এই নিয়ে বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৯ লক্ষে পৌঁছল।

COVID-19 Update: মঙ্গলবারের থেকে সামান্য বাড়লেও ৩ হাজারের গণ্ডিতেই থাকল করোনা সংক্রমণ, কমল সক্রিয় রোগীর সংখ্যাও
অনেকটাই কমল করোনা সংক্রমণ। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: অবশেষে করোনা সংক্রমণে বড়সড় স্বস্তি। এক ধাক্কায় অনেকটাই কমে গেল দেশে দৈনিক করোনা আক্রান্তের (COVID-19 Cases) সংখ্যা। চলতি সপ্তাহের শুরু থেকেই দেশে করোনা গ্রাফ নিম্নমুখী ছিল। সোমবারে যেখানে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজারের গণ্ডিতে ছিল, সেখানেই আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডিতে নেমে এল। তবে গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় আজ সামান্য বেড়েছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭২০ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় দেশে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যাও কমেছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ১৭৭।

চলতি সপ্তাহের শুরুতেই স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, সাপ্তাহিক করোনা আক্রান্তের সংখ্যা ২৭ শতাংশ হ্রাস হয়েছে। মঙ্গলবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৩২৫। আজ সেই সংখ্যা সামান্য বেড়ে দাঁড়ায় ৩৭২০-তে। এই নিয়ে বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৯ লক্ষে পৌঁছল।  বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যার ০.০৯ শতাংশ সক্রিয় রোগীর সংখ্যা। 

করোনা আক্রান্তের সংখ্যার পাশাপাশি করোনায় মৃতের সংখ্যাও বেশ কিছুটা কমেছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে ২০ জনের মৃত্যু (COVID-19 Death) হয়েছে। এরমধ্যে কেরলে পুরনো ৫টি মৃত্যুর নথিও যোগ করা হয়েছিল। এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩১ হাজার ৫৮৪ বেড়ে দাঁড়াল। দেশে করোনায় মৃত্যুহার ১.১৮ শতাংশ। অন্যদিকে, দেশে সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।

Next Article