Corona Update: একদিনে ৫০ শতাংশ বাড়ল আক্রান্তের সংখ্যা, করোনা নিয়ে নয়া উদ্বেগে রাজধানী

Corona Update: গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে পজিটিভিটি রেট একধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটাই।

Corona Update: একদিনে ৫০ শতাংশ বাড়ল আক্রান্তের সংখ্যা, করোনা নিয়ে নয়া উদ্বেগে রাজধানী
ছবি : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2022 | 9:14 AM

নয়া দিল্লি : করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দৈনিক আক্রান্তের সংখ্য়া সে ভাবে বাড়ছে না। তবে সংক্রমণের আরও একটা নতুন ঢেউ যাতে আছড়ে না পড়ে, সে দিকে নজর দেওয়ার কথা বারবার বলছেন বিশেষজ্ঞরা। আর এরই মধ্য়ে আতঙ্ক বাড়ল রাজধানী দিল্লিতে। একদিনে ৫০ শতাংশ বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার যেখানে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ২০২, বুধবার সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে ২৯৯। গত দু মাস ধরে করোনা আক্রান্তের সংখ্য়া ক্রমশ কমতে থাকলেও গত কয়েকদিনের পরিসংখ্যান নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দিল্লিতে।

তবে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২.৪৯ শতাংশ। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আগেই জানিয়েছেন, সরকারের তরফে পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তবে তিনি উল্লেখ করেছেন, নতুন ভ্যারিয়েন্ট ধরা না পড়া পর্যন্ত ভয়ের তেমন কোনও কারণ নেই। প্রতিদিন দিল্লিতে আক্রান্তের সংখ্যা থাকছে ১০০ থেকে ২০০-র মধ্যে। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও কমছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের মারাত্মক প্রভাব পড়েছিল দিল্লিতে। চলতি বছরের জানুয়ারি মাসে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে হু হু করে বেড়ে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। চলতি বছরের ১৩ জানুয়ারি দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ২৮ হাজার ৮৬৭। আর করোনাকালে সর্বাধিক পজিটিভিটি রেট দেখা গিয়েছিল ১৪ জানুয়ারি। সেই হার ছিল ৩০.৬ শতাংশ।

তবে সম্প্রতি আক্রান্তের সংখ্যা কমতে থাকায় মাস্ক পরার বিধিতে ছাড় দেওয়া হয়েছে দিল্লিতে। মাস্ক পরলে জরিমানা দিতে হবে না, এমনটাই জানানো হয়েছে। তবে মাস্ক বাধ্যতামূলক নয়, এমনটা কোথাও বলা হয়নি। এখনও সংক্রমণ রোধ করতে মাস্ক পরার কথা বারবার বলছেন চিকিৎসকেরা। সম্প্রতি এক্সই নামে নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। আর তার জেরেই বাড়ছে আতঙ্ক। তবে ভারতে এখনও সে ভাবে নতুন ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়েনি।

আরও পড়ুন : Bolpur Women Physically Harassed: অস্ত্রোপচারের পর বন্ধ হয় রক্তক্ষরণ, আতঙ্ক এখনও পিছু ছাড়ছে না বোলপুরের নির্যাতিতার