Covid 19: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, সংক্রমণ মোকাবিলায় ৬ রাজ্যকে চিঠি স্বাস্থ্য মন্ত্রকের
সাড়ে চার মাস পর দেশে করোনা রোগীর সংখ্যা ৭০০ ছাড়াল। পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
নয়া দিল্লি: ফের মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড (Covid 19)। সাড়ে চার মাস পর আবার দেশে করোনা রোগীর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা জারি করল কেন্দ্র। করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে, এরকম ৬টি রাজ্যকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan)। মূলত সংক্রমণ ঠেকাতে বিশেষ পদক্ষেপ করা এবং করোনা রোগীর চিকিৎসার জন্য় হাসপাতালগুলিতে পর্যাপ্ত ব্যবস্থাপনা করার পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার সকালের রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা রোগীর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। সাড়ে চার মাস পর দেশে করোনা রোগীর সংখ্যা ৭০০ ছাড়াল। এর আগে গত বছরের ১২ নভেম্বর দেশে করোনা রোগীর সংখ্যা উঠেছিল ৭৩৪। দেশে মোট করোনা রোগীর মধ্যে ৬টি জেলাতেই আক্রান্তের সংখ্যা বেশি। সেই জেলাগুলি হল, মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কর্নাটক। তাই পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)। বুধবারই মহারাষ্ট্র (Maharashtra), গুজরাট (Gujarat), তেলেঙ্গানা (Telengana), তামিলনাড়ু (Tamilnadu), কেরল (Kerala) এবং কর্নাটকের (Karnataka) স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে করোনা মোকাবিলার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।
চিঠিতে কী পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব? স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৬টি রাজ্যকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, “কিছু রাজ্যে ফের সংক্রমণ বাড়ছে। মহামারীর সময় যেভাবে মোকাবিলা করা হয়েছে, সেভাবেই এখন থেকে কোভিড-১৯ প্রতিরোধ করতে সংক্রমণের ঝুঁকিগুলি মূল্যায়ণ করা প্রয়োজন। সংক্রমণ মোকাবিলায় আগাম সতর্কতা মেনে চলার কথাও বলা হয়েছে চিঠিতে। জেলা থেকে মহকুমায় সংক্রমণ-প্রবণ এলাকাগুলিকে মাইক্রো-জোনে ভাগ করে প্রয়োজনীয় পদক্ষেপ করা এবং অতিরিক্ত হারে কোভিড পরীক্ষা করা, যাঁরা এখনও পর্যন্ত ভ্যাকসিন নেননি তাঁদের ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনকে।
হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া ৬টি রাজ্যের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও আগাম কোভিড-সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার ০.০১ শতাংশ এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৮০ শতাংশ।