Covid alert: জলে করোনা ভাইরাসের হদিশ, বাড়ছে উদ্বেগ

Covid virus: সাধারণত মানুষের দেহেই সংক্রমিত হয় করোনা ভাইরাস। করোনার প্রথম ঢেউয়ের সময় চিনে পোষ্য়দেরও করোনায় সংক্রমিত হওয়ার খবর মিলেছিল। তবে এবার পরিস্থিতি আরও মারাত্মক হতে চলেছে। এবার জলেও মিলল করোনা ভাইরাস। মহারাষ্ট্রের নাগপুরে নোংরা জলের মধ্যে করোনা ভাইরাসের হদিশ মিলেছে।

Covid alert: জলে করোনা ভাইরাসের হদিশ, বাড়ছে উদ্বেগ
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay

|

Jan 02, 2024 | 11:25 AM

নাগপুর: উদ্বেগজনক! সাধারণত মানুষের দেহেই সংক্রমিত হয় করোনা ভাইরাস (Corona virus)। করোনার প্রথম ঢেউয়ের সময় চিনে পোষ্য়দেরও করোনায় সংক্রমিত হওয়ার খবর মিলেছিল। তবে এবার পরিস্থিতি আরও মারাত্মক হতে চলেছে। এবার জলেও মিলল করোনা ভাইরাস। মহারাষ্ট্রের নাগপুরে নোংরা জলের মধ্যে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। সম্প্রতি সেন্ট্রাল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, অ্যাডভান্স রিসার্চ সেন্টার (CIIMS-ARC)-এর তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।

সম্প্রতি কেরলের পর মহারাষ্ট্রেও করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে করোনা পরীক্ষার পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিচ্ছন্নতায় জোর দেওয়া হয়েছে। CIIMS-ARC গত এক বছর ধরে করোনা ভাইরাসের বিভিন্ন প্রজাতির উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই সম্প্রতি নর্দমার জলে হদিশ মিলল করোনা ভাইরাসের। এপ্রসঙ্গে CIIMS-ARC-এর ডিরেক্টর ডা. রজপল সিং কাশ্যপ জানান, নর্দমার জলে করোনা ভাইরাসের উপস্থিতিতে এটা মনে করা হচ্ছে যে, অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন এবং ধরা পড়ার আগেই সুস্থ হয়ে উঠছেন। তিনি আরও বলেন, নর্দমার জলে যে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে সেটি কোন প্রজাতির তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। অনেকেই যে নিজের অজান্তে করোনায় আক্রান্ত হচ্ছেন এবং সুস্থ হয়ে যাচ্ছেন, সেটা নর্দমার জলে বর্জ্যে করোনা ভাইরাসের উপস্থিতিতেই স্পষ্ট বলে জানান ডা. কাশ্যপ। তাই নজরদারি বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি।

অন্যদিকে, দিন-দিন দেশে করোনা আক্রান্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৩ জনের। যার মধ্যে গুরুগ্রামে একজনের মৃত্যু হয়েছে। গত ৬ মাসে গুরুগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম। এছাড়া ২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আবার লেহ-তে ১১ জন আক্রান্ত হয়েছেন। এরপরই জমায়েত, ভিড় যাতে না হয়, সে বিষয়ে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন।